ভারতে সবচেয়ে বড় দুর্নীতির বিচার শুরু

দিলি্লর পাতিয়ালা হাউসের সিবিআইয়ের বিশেষ আদালতে শুরু হয়েছে ভারতের বহুল আলোচিত টুজি স্পেকট্রাম দুর্নীতির বিচার। দেশটির সাবেক টেলিকমমন্ত্রী আন্দিমুথু রাজা, কানিমোজির পাশাপাশি টেলিকম এবং করপোরেট দুনিয়ার কয়েকজন প্রভাবশালী মানুষের বিচার হবে ওই মামলায়। গতকাল শুক্রবার প্রথম সাক্ষ্যগ্রহণ করা হয় অনিল ধীরুভাই আম্বানি গোষ্ঠীর রিলায়েন্স গ্রুপের কর্মকর্তা আনন্দ সুব্রামানিয়ামের। এই মামলায় সিবিআইয়ের পেশ করা ১৫০ সাক্ষীর বক্তব্য মিলিয়ে দেখবে আদালত। খবর জিনিউজ।


ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় অর্থ কেলেঙ্কারি এ দুর্নীতি মামলার বিচারের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে ওই বিশেষ আদালত গঠিত হয়। গত ২২ অক্টোবর সিবিআইয়ের তরফে পেশ করা চার্জশিট গ্রহণ করে টুজি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ১৪ ব্যক্তি ও ৩টি টেলিকম কোম্পানির বিরুদ্ধে বিচারের জন্য চার্জ গঠন করেন বিশেষ সিবিআই আদালতের বিচারপতি ওপি সাইনি। রাজা এবং তার দফতরের সচিব সরকারি পদে থাকাকালে নিয়ম ভেঙে সোয়ান টেলিকম ও ইউনিটেক ওয়্যারলেসকে টুজি স্পেকট্রাম বণ্টন করেছেন। ফলে ওই সব কোম্পানির বিপুল সুবিধা হয়েছে এবং সরকার বিপুল পরিমাণ কর থেকে বঞ্চিত হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
এ রাজা এবং সিদ্ধার্থ বেহুরা।

No comments

Powered by Blogger.