সুপ্রিমকোর্টের দুঃখ প্রকাশ ভারতের কারাগারে বিনা বিচারে ২৫৪ পাকিস্তানি বন্দি
ভারতের কারাগারে বিনা বিচারে ২৫৪ জন পাকিস্তানি বন্দির জীবনযাপনের কথা শুনে ভারতীয় সর্বোচ্চ আদালত দুঃখ প্রকাশ করেছে। এর মধ্যে একজন ১৯৬৫ সাল থেকে বন্দি রয়েছে। ভারতের জনস্বার্থ বিষয়ক এক কর্মকর্তার দায়ের করা মামলার শুনানিকালে আদালত দুঃখ প্রকাশ করে। এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দেয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। বিচারপতি আর এন লোধা বলেছেন, এটা অত্যন্ত দুঃখজনক যে, ২৫৪ জন পাকিস্তানি বিনা বিচারে কারা অভ্যন্তরে দিন দিন নিঃশেষ হয়ে যাচ্ছে।
এসব বন্দি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কারাগারে আটক রয়েছে। ধারণা করা হচ্ছে, এদের বেশিরভাগই অসতর্কতার সঙ্গে সীমান্ত পার হতে গিয়ে ধরা পড়েছে। বন্দিদের মধ্যে চারজন নারী রয়েছে। এ খবরের পর এখন অন্য রাজ্যের কারাগারেও পাকিস্তানি নাগরিক আটক রয়েছে বলে মনে করা হচ্ছে। গতকাল মলাদ্বীপের আদ্দু শহরে সার্ক শীর্ষ সম্মেলনের অবকাশে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক এবং সম্পর্কের নতুন অধ্যায় সূচনার আহ্বান জানানোর পর এ খবর প্রকাশ হলো।
No comments