উন্মুক্ত টেনিসের ফাইনাল আজ
শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত টেনিসের মহিলা এককের ফাইনালে উঠেছেন সারদা আলম ও সাথী সরকার। গতকালের সেমিফাইনালে সারদা মেধাকে এবং সাথী মৌমিতু জান্নাতকে হারিয়েছেন। বালিকা এককের (অনূর্ধ্ব-১৪) ফাইনালে উঠেছেন মৌরিন ও ঝিলিক চাকমা। সবগুলো ফাইনালই আজ।
No comments