‘ইউনুসই সেরা পছন্দ’
‘অধিনায়কত্ব’ পাকিস্তান ক্রিকেট দলের এক চিরকালীন সমস্যা। এ সমস্যা থেকে বেরিয়ে আসার পথ যেন খুঁজে পাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)! অনেক জল ঘোলার পর পিসিবি ওয়ানডে ও টি-টোয়েন্টির সঙ্গে টেস্ট দলেরও অধিনায়ক করেছিল শহীদ আফ্রিদিকে। কিন্তু ইংল্যান্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটি খেলেই নাটকীয়ভাবে অধিনায়কত্বের সঙ্গে টেস্ট ক্রিকেটই ছেড়ে দেন আফ্রিদি। উপায়হীন পিসিবিকে মুহূর্তের সিদ্ধান্তে টেস্ট অধিনায়কত্ব তুলে দিতে হয় তরুণ সালমান বাটের কাঁধে।
স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে সেই সালমান বাট আইসিসির সাময়িক নিষেধাজ্ঞার কবলে থাকায় পাকিস্তানের টেস্ট দল এখন অধিনায়কশূন্য! অথচ আগামী মাসেই সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের ‘হোম সিরিজ’। তাই নানা অস্থিরতার মধ্যেও পিসিবিকে মাথা ঘামাতে হচ্ছে টেস্ট অধিনায়কত্ব নিয়ে। আফ্রিদি আবারও টেস্টে ফেরার বাসনা প্রকাশ করেছেন বটে; কিন্তু প্রশ্নটা রয়েই গেছে, কে হবেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক? পাকিস্তানের সাবেক ব্যাটিং তারকা জহির আব্বাসের অবশ্য সমস্যাজর্জরিত এই প্রশ্নের উত্তর জানা, ইউনুস খান। কোনো রাখডাক না রেখেই বলছেন, পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার জন্য ইউনুসই সেরা পছন্দ, ‘স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে অধিনায়ক এবং খেলোয়াড় হিসেবে বাটের ভবিষ্যৎ অনিশ্চিত। এখন পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার জন্য ইউনুসই সেরা পছন্দ।’
স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে সেই সালমান বাট আইসিসির সাময়িক নিষেধাজ্ঞার কবলে থাকায় পাকিস্তানের টেস্ট দল এখন অধিনায়কশূন্য! অথচ আগামী মাসেই সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের ‘হোম সিরিজ’। তাই নানা অস্থিরতার মধ্যেও পিসিবিকে মাথা ঘামাতে হচ্ছে টেস্ট অধিনায়কত্ব নিয়ে। আফ্রিদি আবারও টেস্টে ফেরার বাসনা প্রকাশ করেছেন বটে; কিন্তু প্রশ্নটা রয়েই গেছে, কে হবেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক? পাকিস্তানের সাবেক ব্যাটিং তারকা জহির আব্বাসের অবশ্য সমস্যাজর্জরিত এই প্রশ্নের উত্তর জানা, ইউনুস খান। কোনো রাখডাক না রেখেই বলছেন, পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার জন্য ইউনুসই সেরা পছন্দ, ‘স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে অধিনায়ক এবং খেলোয়াড় হিসেবে বাটের ভবিষ্যৎ অনিশ্চিত। এখন পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার জন্য ইউনুসই সেরা পছন্দ।’
No comments