দাবা অলিম্পিয়াড
বাংলাদেশের জন্য ভালো একটা দিনই গেল দাবা অলিম্পিয়াডে। রাশিয়ার খান্তি-মিনসিস্কে অনুষ্ঠানরত টুর্নামেন্টে পুরুষ দল ৩.৫-০.৫ পয়েন্টে হারিয়েছে ইথিওপিয়াকে। কাল সপ্তম রাউন্ডের খেলায় জিতেছেন আবু সুফিয়ান (শাকিল), দেবরাজ চ্যাটার্জি ও মোহাম্মদ জাবেদ। ড্র করেছেন মিনহাজউদ্দিন আহমেদ (সাগর)। ৭ খেলায় ৬ ম্যাচ পয়েন্ট তাদের। মেয়েদের দলটি ২-২ পয়েন্টে ড্র করেছে আলজেরিয়ার সঙ্গে। ৭ খেলায় তাদেরও সংগ্রহ ৬ ম্যাচ পয়েন্ট।
No comments