কাজানের বার্সা-প্রতিরোধ
ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে নিজেদের মাঠে ইউরোপীয় ‘দৈত্য’ বার্সেলোনাকে ১-১ ব্যবধানে রুখে দিল রুবিন কাজান।
আসলে জিতেও যেতে পারত রাশান ক্লাবটি। ৩০ মিনিটে পেনাল্টি থেকে করা নওবোয়ার গোলে এগিয়ে গিয়েছিল কাজান। ৬০ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তাকে বক্সে ফেলে দেওয়ায় পাওয়া পেনাল্টি থেকে সমতা ফেরান ডেভিড ভিয়া।
চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা মেসি মাঠে নেমেও পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেননি।
আসলে জিতেও যেতে পারত রাশান ক্লাবটি। ৩০ মিনিটে পেনাল্টি থেকে করা নওবোয়ার গোলে এগিয়ে গিয়েছিল কাজান। ৬০ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তাকে বক্সে ফেলে দেওয়ায় পাওয়া পেনাল্টি থেকে সমতা ফেরান ডেভিড ভিয়া।
চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা মেসি মাঠে নেমেও পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেননি।
No comments