নিরাপত্তা রক্ষায় বানর
ভারতের রাজধানীতে দুই দিন পর শুরু হতে যাচ্ছে কমনওয়েলথ গেমস। গেমসের নিরাপত্তা রক্ষায় ব্যাপক আয়োজন করেছে দেশটির সরকার। এই আয়োজনের অংশ হিসেবে প্রশিক্ষিত বানর ব্যবহার করছে তারা।
গেমসে অংশ নিতে আসা খেলোয়াড়দের থাকার স্থানে রয়েছে স্থানীয় বানরের ব্যাপক উৎপাত। খেলোয়াড়েরা অভিযোগ করেছেন, বানর তাঁদের বিভিন্ন উপকরণ চুরি করে নিয়ে যাচ্ছে। এ নিয়ে মহাবিরক্ত তাঁরা। উত্ত্যক্তকারী এসব রেসাস (ছোট লেজবিশিষ্ট ছোট বানর) বানরের তৎপরতা ঠেকাতে আয়োজক কর্তৃপক্ষ ৪০টি বড় আকারের ধূসর লেঙ্গুড় জাতের বানরকে দায়িত্ব দিয়েছে। স্থানীয় এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, এই বড় বানরগুলো ছোট বানরগুলোকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে পারবে। কারণ এগুলো খুবই মারমুখি।
এদিকে একজন খেলোয়াড়ের ঘরে একটি গোখরা সাপ পাওয়া যাওয়ার পর ৫০ জন সাপুড়েকেও ভাড়া করেছে কর্তৃপক্ষ।
গেমসে অংশ নিতে আসা খেলোয়াড়দের থাকার স্থানে রয়েছে স্থানীয় বানরের ব্যাপক উৎপাত। খেলোয়াড়েরা অভিযোগ করেছেন, বানর তাঁদের বিভিন্ন উপকরণ চুরি করে নিয়ে যাচ্ছে। এ নিয়ে মহাবিরক্ত তাঁরা। উত্ত্যক্তকারী এসব রেসাস (ছোট লেজবিশিষ্ট ছোট বানর) বানরের তৎপরতা ঠেকাতে আয়োজক কর্তৃপক্ষ ৪০টি বড় আকারের ধূসর লেঙ্গুড় জাতের বানরকে দায়িত্ব দিয়েছে। স্থানীয় এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, এই বড় বানরগুলো ছোট বানরগুলোকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে পারবে। কারণ এগুলো খুবই মারমুখি।
এদিকে একজন খেলোয়াড়ের ঘরে একটি গোখরা সাপ পাওয়া যাওয়ার পর ৫০ জন সাপুড়েকেও ভাড়া করেছে কর্তৃপক্ষ।
No comments