ডানোন নেশন্স কাপে যাচ্ছে টাঙ্গাইল ও খুলনা
টাঙ্গাইলের সুতি বিএম উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র রবিউল হাসানকে কাল বিকেলে বেশ ফুরফুরে মেজাজে পাওয়া গেল ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের সামনে। শুধু রবিউলই নয়, টাঙ্গাইল জেলা দলের বিশ্বনাথ ঘোষ, সজীব খান, ডালিম বর্মণদের সবাই খুব উৎফুল্ল। সবার হাতে একটা করে ভুভুজেলা। কেউ বাজাচ্ছে, কেউ বাজানোর চেষ্টা করছে। ফ্রান্সের ডানোন ফুডস কোম্পানি আয়োজিত ডানোন নেশন্স কাপ ফুটবলে অংশ নিতে আজই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়ছে কিশোরদের টাঙ্গাইল জেলা দলটি। সঙ্গী হচ্ছে খুলনা জেলা দলও।
গত বছর টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল ব্রাজিলে। কিন্তু সোয়াইন ফ্লুর কারণে টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ায় গতবার ব্রাজিলে যাওয়া হয়নি খুলনার। ২০০৯-এর এপ্রিলে অনুষ্ঠিত গ্রামীণ-ডানোন নেশন্স কাপের চ্যাম্পিয়ন তারা। এবার তাই বর্তমান চ্যাম্পিয়ন টাঙ্গাইলের সঙ্গে যাচ্ছে তারা।
আগামী ১ অক্টোবর শুরু হবে টুর্নামেন্ট। খেলা হবে প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয় মাঠ ও জোহানেসবার্গের অরল্যান্ডো স্টেডিয়ামে। ৫ অক্টোবর দেশে ফিরবে দল দুটি। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৪৫টি দেশ। কাল এক সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানালেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। উপস্থিত ছিলেন ডানোনের কর্মকর্তা ম্যারিয়ন মিনভিয়েলসহ আরও অনেকে।
গত বছর টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল ব্রাজিলে। কিন্তু সোয়াইন ফ্লুর কারণে টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ায় গতবার ব্রাজিলে যাওয়া হয়নি খুলনার। ২০০৯-এর এপ্রিলে অনুষ্ঠিত গ্রামীণ-ডানোন নেশন্স কাপের চ্যাম্পিয়ন তারা। এবার তাই বর্তমান চ্যাম্পিয়ন টাঙ্গাইলের সঙ্গে যাচ্ছে তারা।
আগামী ১ অক্টোবর শুরু হবে টুর্নামেন্ট। খেলা হবে প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয় মাঠ ও জোহানেসবার্গের অরল্যান্ডো স্টেডিয়ামে। ৫ অক্টোবর দেশে ফিরবে দল দুটি। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৪৫টি দেশ। কাল এক সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানালেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। উপস্থিত ছিলেন ডানোনের কর্মকর্তা ম্যারিয়ন মিনভিয়েলসহ আরও অনেকে।
No comments