সৈকতের ক্রিকেট টেলিভিশনে
অনেক আগেই ক্রিকেট থেকে দূরে চলে যাওয়া ভিভ রিচার্ডসদেরও টেলিভিশনে দেখা যায় শর্টস আর টি-শার্ট পরে ‘বিচ ক্রিকেট’ খেলছেন। বিনোদনের এই খেলার ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। গত বছরই পৃথিবীর বৃহত্তম সমুদ্রসৈকতে হয়ে গেছে ‘ওয়েকা বিচ ক্রিকেট’।
সাবেক জাতীয় ক্রিকেটারদের মেলা হয়ে ওঠা এই বিচ ক্রিকেট এবারও কক্সবাজারকে মাতাতে যাচ্ছে আগামী মাসেই। আগামী ২৮, ২৯ ও ৩০ অক্টোবর উইকেন্ড ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের (ওয়েকা) উদ্যোগে কক্সবাজারে হবে ১৪ দলের এই টুর্নামেন্ট। টুর্নামেন্ট উপলক্ষে জনপ্রিয় ব্যান্ডগুলোর কনসার্টও হবে কক্সবাজারে।
যাঁরা সৈকতে গিয়ে খেলা দেখতে পারবেন, তাঁদের কথা আলাদা। যাঁরা তা পারবেন না, তাঁরাও খেলা দেখতে পারবেন। দেশ টিভি সবগুলো ম্যাচই কক্সবাজার থেকে সরাসরি সম্প্রচার করবে। এই সম্প্রচারের বিষয়েই গত পরশু দেশ টিভির কার্যালয়ে দুই পক্ষের একটি চুক্তি হয়ে গেছে। দেশ টিভির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর ও ওয়েকার পক্ষে প্রেসিডেন্ট মাহবুবুর রহমান চৌধুরী চুক্তিতে সই করেছেন।
সাবেক জাতীয় ক্রিকেটারদের মেলা হয়ে ওঠা এই বিচ ক্রিকেট এবারও কক্সবাজারকে মাতাতে যাচ্ছে আগামী মাসেই। আগামী ২৮, ২৯ ও ৩০ অক্টোবর উইকেন্ড ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের (ওয়েকা) উদ্যোগে কক্সবাজারে হবে ১৪ দলের এই টুর্নামেন্ট। টুর্নামেন্ট উপলক্ষে জনপ্রিয় ব্যান্ডগুলোর কনসার্টও হবে কক্সবাজারে।
যাঁরা সৈকতে গিয়ে খেলা দেখতে পারবেন, তাঁদের কথা আলাদা। যাঁরা তা পারবেন না, তাঁরাও খেলা দেখতে পারবেন। দেশ টিভি সবগুলো ম্যাচই কক্সবাজার থেকে সরাসরি সম্প্রচার করবে। এই সম্প্রচারের বিষয়েই গত পরশু দেশ টিভির কার্যালয়ে দুই পক্ষের একটি চুক্তি হয়ে গেছে। দেশ টিভির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর ও ওয়েকার পক্ষে প্রেসিডেন্ট মাহবুবুর রহমান চৌধুরী চুক্তিতে সই করেছেন।
No comments