ওয়াইকেকে দেশে তৃতীয় দফায় বিনিয়োগ বাড়াচ্ছে
বিশ্বের অন্যতম বৃহৎ জিপার উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়াইকেকে বাংলাদেশে বিনিয়োগ বড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে।
জাপানভিত্তিক কোম্পানিটি এ নিয়ে তৃতীয়বারের মতো এদেশে ব্যবসা বাড়াতে যাচ্ছে। সে অনুযায়ী ২০১৫ সালের মধ্যে এই কোম্পানির বার্ষিক উৎপাদনক্ষমতা ৩৫ কোটি থেকে বেড়ে ৫০টি পিস-এ উন্নীত হবে।
ঢাকার একটি হোটেলে গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ওয়াকেকের পঞ্চম গ্লোবাল মার্কেটিং সেমিনারে এসব তথ্য জানানো হয়। এতে ওয়াইকেকে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিরোয়াকা নাকামুরাসহ ওয়াইকেকে হংকংয়ের এশিয়া মার্কেটিং কমিটির সিনিয়র ম্যানেজার তাকাহিকো আচানো, ওয়াইকেকে যুক্তরাষ্ট্রের গ্লোবাল মার্কেটিংয়ের সিনিয়র অ্যাকাউন্টস এক্সিকিউটিভ থমাস উইলিয়াম নিউটন, ওয়াইকেকে জাপানের মার্কেটিং অফিসের মহাব্যবস্থাপক শিগেকি নোগামি ও ওয়াইকেকে সিঙ্গাপুরের নকল প্রতিরোধ কার্যক্রমের কর্মকর্তা অ্যাই ইতো বক্তব্য দেন। সেমিনারে চার শতাধিক পোশাকশিল্প মালিক যোগ দেন।
ওয়াইকেকে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিরোয়াকা নাকামুরা এ প্রসঙ্গে জানান, ‘তাঁদের কোম্পানির তৃতীয় ইউনিটের উৎপাদন শুরু হলে তাঁরা বাংলাদেশের পোশাকশিল্পে জিপারের পুরো চাহিদা মেটাতে সক্ষম হবে।’
তৃতীয় পর্যায়ে কার্যক্রম বাড়ানোর সুবাদে ২০১৫ সালের আগেই ওয়াইকেকের উৎপাদন ৪৫ শতাংশ বাড়বে। এর ফলে একই সময় কোম্পানির এই প্রকল্প থেকে মোট জিপার বিক্রি সাত কোটি ৮০ লাখ ডলারে দাঁড়াবে। এবারে কোম্পানিটি চার বছরে আট কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে।
২০০০ সালে এই কোম্পানি ওয়াইকেকে বাংলাদেশ লিমিটেড নামে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) যাত্রা শুরু করে। এরপর ২০০৪ সালে কোম্পানিটি দ্বিতীয় দফায় এ দেশে ব্যবসা সম্প্রসারণ করে।
জাপানভিত্তিক কোম্পানিটি এ নিয়ে তৃতীয়বারের মতো এদেশে ব্যবসা বাড়াতে যাচ্ছে। সে অনুযায়ী ২০১৫ সালের মধ্যে এই কোম্পানির বার্ষিক উৎপাদনক্ষমতা ৩৫ কোটি থেকে বেড়ে ৫০টি পিস-এ উন্নীত হবে।
ঢাকার একটি হোটেলে গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ওয়াকেকের পঞ্চম গ্লোবাল মার্কেটিং সেমিনারে এসব তথ্য জানানো হয়। এতে ওয়াইকেকে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিরোয়াকা নাকামুরাসহ ওয়াইকেকে হংকংয়ের এশিয়া মার্কেটিং কমিটির সিনিয়র ম্যানেজার তাকাহিকো আচানো, ওয়াইকেকে যুক্তরাষ্ট্রের গ্লোবাল মার্কেটিংয়ের সিনিয়র অ্যাকাউন্টস এক্সিকিউটিভ থমাস উইলিয়াম নিউটন, ওয়াইকেকে জাপানের মার্কেটিং অফিসের মহাব্যবস্থাপক শিগেকি নোগামি ও ওয়াইকেকে সিঙ্গাপুরের নকল প্রতিরোধ কার্যক্রমের কর্মকর্তা অ্যাই ইতো বক্তব্য দেন। সেমিনারে চার শতাধিক পোশাকশিল্প মালিক যোগ দেন।
ওয়াইকেকে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিরোয়াকা নাকামুরা এ প্রসঙ্গে জানান, ‘তাঁদের কোম্পানির তৃতীয় ইউনিটের উৎপাদন শুরু হলে তাঁরা বাংলাদেশের পোশাকশিল্পে জিপারের পুরো চাহিদা মেটাতে সক্ষম হবে।’
তৃতীয় পর্যায়ে কার্যক্রম বাড়ানোর সুবাদে ২০১৫ সালের আগেই ওয়াইকেকের উৎপাদন ৪৫ শতাংশ বাড়বে। এর ফলে একই সময় কোম্পানির এই প্রকল্প থেকে মোট জিপার বিক্রি সাত কোটি ৮০ লাখ ডলারে দাঁড়াবে। এবারে কোম্পানিটি চার বছরে আট কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে।
২০০০ সালে এই কোম্পানি ওয়াইকেকে বাংলাদেশ লিমিটেড নামে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) যাত্রা শুরু করে। এরপর ২০০৪ সালে কোম্পানিটি দ্বিতীয় দফায় এ দেশে ব্যবসা সম্প্রসারণ করে।
No comments