ভারতে উচ্চাভিলাষী পরিচয়পত্র প্রকল্পের উদ্বোধন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল বুধবার জাতীয় পরিচয়পত্র প্রকল্পের উদ্বোধন করেছেন। বড় ধরনের এই উচ্চাভিলাষী প্রকল্পে কোটি কোটি ডলার ব্যয় হবে। এই প্রকল্পের মাধ্যমে দেশের আদিবাসী পল্লিসহ সব এলাকার মানুষ নিজ পরিচয়ের জন্য স্বতন্ত্র একটি নম্বর পাবে। প্রতারণা রোধে ও রাষ্ট্রীয় মুনাফার জন্য প্রবেশাধিকারের উন্নতি ঘটানোর লক্ষ্যে সরকার এ প্রকল্প হাতে নিয়েছে। নাগরিকের পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়া সহজ করাও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য।
প্রকল্প উদ্বোধনের সময়কে একটি ‘বিশেষ মুহূর্ত’ বলে অভিহিত করে মনমোহন সিং বলেন, এর মাধ্যমে সমাজের সবচেয়ে অবহেলিত মানুষের ক্ষমতায়ন হবে। তিনি বলেন, এটি নারীসহ দেশের সবচেয়ে গরিব ও দলিত মানুষের অধিকার জোরদারে সহায়তা করবে।
ভারতের লোকসংখ্যা এখন ১১৬ কোটি। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রকল্প শেষ হলে ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে দেশের প্রত্যেক নাগরিককে ১২ সংখ্যার একটি নম্বর দেওয়া হবে, যে নম্বরটি তার পরিচয় শনাক্তকরণ নম্বর বলে বিবেচিত হবে। এ জন্য দেশের নাগরিকদের নিজ নিজ আঙুলের ছাপ দিতে হবে। এ ছাড়া প্রত্যেকের চোখের স্ক্যান করা হবে, নেওয়া হবে মুখাবয়বের ছবি।
প্রকল্প উদ্বোধনের সময়কে একটি ‘বিশেষ মুহূর্ত’ বলে অভিহিত করে মনমোহন সিং বলেন, এর মাধ্যমে সমাজের সবচেয়ে অবহেলিত মানুষের ক্ষমতায়ন হবে। তিনি বলেন, এটি নারীসহ দেশের সবচেয়ে গরিব ও দলিত মানুষের অধিকার জোরদারে সহায়তা করবে।
ভারতের লোকসংখ্যা এখন ১১৬ কোটি। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রকল্প শেষ হলে ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে দেশের প্রত্যেক নাগরিককে ১২ সংখ্যার একটি নম্বর দেওয়া হবে, যে নম্বরটি তার পরিচয় শনাক্তকরণ নম্বর বলে বিবেচিত হবে। এ জন্য দেশের নাগরিকদের নিজ নিজ আঙুলের ছাপ দিতে হবে। এ ছাড়া প্রত্যেকের চোখের স্ক্যান করা হবে, নেওয়া হবে মুখাবয়বের ছবি।
No comments