কম মূল্যে সৌরবিদ্যুৎ তৈরির প্রযুক্তি নিয়ে এল ক্লিন টেকনোলজি
দেশে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ তৈরির প্রযুক্তি নিয়ে আসার ঘোষণা দিয়েছে দেশীয় প্রতিষ্ঠান ক্লিন টেকনোলজি লিমিটেড।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সুফী ইকবাল আহমেদ গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি জানান, সাশ্রয়ী মূল্যে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের হাইটেক প্রযুক্তিতে তাঁরা এখন দেশে সৌরবিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।
সুফী ইকবাল বলেন, একটি ছয়তলা ভবনের ছাদের চার ভাগের এক ভাগে সৌর প্যানেল বসিয়ে পাঁচ হাজার ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। রাজধানীর ঢাকার এক লাখ বাড়িতে বাধ্যতামূলকভাবে এই সৌরপ্রযুক্তি ব্যবহার করা হলে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে।
সুফী ইকবাল আহমেদ জানান, ক্লিন টেকনোলজি লালবাগ কেল্লা এলাকায় একটি মোবাইল ফোন কোম্পানির একটি বেইজ ট্রান্সমিশন স্টেশন সৌরবিদ্যুৎ দিয়ে চালানোর ব্যবস্থা করেছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সুফী ইকবাল আহমেদ গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি জানান, সাশ্রয়ী মূল্যে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের হাইটেক প্রযুক্তিতে তাঁরা এখন দেশে সৌরবিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।
সুফী ইকবাল বলেন, একটি ছয়তলা ভবনের ছাদের চার ভাগের এক ভাগে সৌর প্যানেল বসিয়ে পাঁচ হাজার ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। রাজধানীর ঢাকার এক লাখ বাড়িতে বাধ্যতামূলকভাবে এই সৌরপ্রযুক্তি ব্যবহার করা হলে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে।
সুফী ইকবাল আহমেদ জানান, ক্লিন টেকনোলজি লালবাগ কেল্লা এলাকায় একটি মোবাইল ফোন কোম্পানির একটি বেইজ ট্রান্সমিশন স্টেশন সৌরবিদ্যুৎ দিয়ে চালানোর ব্যবস্থা করেছে।
No comments