একাডেমির কোচ আগামী মাসেই
প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত জিপি-বিসিবি একাডেমি ভবন উদ্বোধনের মাত্র আট-নয় মাসের মধ্যেই বিবর্ণ। আশার কথা, দেরিতে হলেও একাডেমি ভবন নিয়ে নড়েচড়ে বসেছে বিসিবি। আগামী মাসের প্রথম সপ্তাহেই প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু হবে একাডেমি ভবনে। একাডেমির প্রধান কোচও নিয়োগ দেওয়া হবে অক্টোবরের মধ্যেই।
কাল বিসিবির সভাপতির বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একাডেমির দায়িত্ব পাওয়া বোর্ড পরিচালক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, ‘একাডেমি ভবনে কিছু ত্রুটি-বিচ্যুতি ধরা পড়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহেই সেগুলো মেরামতের কাজ শুরু হবে। এ ছাড়া আগামী মাসের মধ্যে একাডেমির জন্য একজন হেড কোচ নিয়োগ দিতে পারব বলেও আমরা আশাবাদী।’
কাল বিসিবির সভাপতির বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একাডেমির দায়িত্ব পাওয়া বোর্ড পরিচালক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, ‘একাডেমি ভবনে কিছু ত্রুটি-বিচ্যুতি ধরা পড়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহেই সেগুলো মেরামতের কাজ শুরু হবে। এ ছাড়া আগামী মাসের মধ্যে একাডেমির জন্য একজন হেড কোচ নিয়োগ দিতে পারব বলেও আমরা আশাবাদী।’
No comments