আগস্টে ভারতে রেকর্ড সংখ্যক গাড়ি বিক্রি
ভারতে গত আগস্ট মাসে গাড়ি বিক্রির ক্ষেত্রে এক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
আগস্ট মাসে যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে এক লাখ ২০ হাজার ৬৮১টি। আর বাণিজ্যিক গাড়ি বিক্রি হয়েছে ৫২ হাজার ৩০টি। এ ছাড়াও দুই চাকার গাড়ি ও মাল্টি ইউটিলিটি ভ্যানের বিক্রিও বেড়েছে গত আগস্ট মাসে।
সোসাইটি অব ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (সিয়াম) পূর্বাভাস ছিল, এ বছর ভারতে গাড়ি বিক্রির হার বাড়বে ১২ থেকে ১৩ শতাংশ। কিন্তু গত কয়েক মাসে গাড়ির বাজারে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকায় সেই পূর্বাভাসের চেয়ে বেশি গাড়ি বিক্রি হয়েছে।
সিয়ামের অধিকর্তা বিষ্ণু মাথুর এই তথ্য জানিয়ে বলেন, দেশীয় অর্থনীতি মজবুত হওয়ায় গাড়ি বিক্রির হার বেড়েছে।
আগস্ট মাসে যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে এক লাখ ২০ হাজার ৬৮১টি। আর বাণিজ্যিক গাড়ি বিক্রি হয়েছে ৫২ হাজার ৩০টি। এ ছাড়াও দুই চাকার গাড়ি ও মাল্টি ইউটিলিটি ভ্যানের বিক্রিও বেড়েছে গত আগস্ট মাসে।
সোসাইটি অব ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (সিয়াম) পূর্বাভাস ছিল, এ বছর ভারতে গাড়ি বিক্রির হার বাড়বে ১২ থেকে ১৩ শতাংশ। কিন্তু গত কয়েক মাসে গাড়ির বাজারে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকায় সেই পূর্বাভাসের চেয়ে বেশি গাড়ি বিক্রি হয়েছে।
সিয়ামের অধিকর্তা বিষ্ণু মাথুর এই তথ্য জানিয়ে বলেন, দেশীয় অর্থনীতি মজবুত হওয়ায় গাড়ি বিক্রির হার বেড়েছে।
No comments