সুদানের নির্বাচনে ভোট গ্রহণের সময়সীমা দুই দিন বেড়েছে
সুদানের বহুদলীয় নির্বাচনে ভোট গ্রহণের সময় দুই দিন বাড়িয়ে পাঁচ দিন করা হয়েছে। গত রোববার থেকে শুরু হওয়া এ নির্বাচন শেষ হবে কাল বৃহস্পতিবার। ভোট নেওয়া শুরুর পর অনেক স্থানে ব্যালট পেপার পৌঁছাতে দেরি হওয়ায় এবং ভোটার তালিকায় অনেক মানুষের নাম না থাকাসহ বিভিন্ন সমস্যায় নির্বাচন-প্রক্রিয়া বিঘ্নিত হয়। এ কারণে গত সোমবার দেশটির জাতীয় নির্বাচন কমিশন (এনইসি) ভোট নেওয়ার সময় বাড়ানোর ঘোষণা দেয়।
১৯৮৬ সালের পর এই প্রথম পুরো সুদানে বহু দলের অংশগ্রহণে প্রেসিডেন্ট, পার্লামেন্ট ও স্থানীয় প্রতিনিধি নির্বাচন হচ্ছে। এ নির্বাচনে তিন দিন ভোট গ্রহণের কথা ছিল।
এনইসির মুখপাত্র সালাহ হাবিব বার্তা সংস্থা এএফপিকে জানান, পুরো সুদানে ভোট গ্রহণের সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে।
এদিকে বিরোধী রাজনৈতিক দলের একটি গ্রুপ নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে আবার নির্বাচনের দাবি জানিয়েছে
১৯৮৬ সালের পর এই প্রথম পুরো সুদানে বহু দলের অংশগ্রহণে প্রেসিডেন্ট, পার্লামেন্ট ও স্থানীয় প্রতিনিধি নির্বাচন হচ্ছে। এ নির্বাচনে তিন দিন ভোট গ্রহণের কথা ছিল।
এনইসির মুখপাত্র সালাহ হাবিব বার্তা সংস্থা এএফপিকে জানান, পুরো সুদানে ভোট গ্রহণের সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে।
এদিকে বিরোধী রাজনৈতিক দলের একটি গ্রুপ নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে আবার নির্বাচনের দাবি জানিয়েছে
No comments