দু দিকে গেলেন উডস-এলিন
দুজনই অরলান্ডো ছেড়েছেন। তবে দুজন গেলেন দুই দিকে। গত রোববার অরলান্ডো ছেড়ে যাওয়া টাইগার উডস-পত্নী এলিন গেছেন অ্যারিজোনায়। আর একদিন পর উডস ছেলেমেয়েদের নিয়ে বেড়াতে গেছেন অন্য জায়গায়।
অগাস্টা মাস্টার্স শেষ করেই ব্যাগ-ট্যাগ নিয়ে বেরিয়ে পড়বেন—এই ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন প্রায় ৫ মাস পর আবার কোর্সে ফেরা উডস। উডস কোর্সে ফিরতেই মাস্টার্স টুর্নামেন্টের টিভি দর্শক বেড়ে গেছে। বিতর্ক-টিতর্ক শেষে উডস কী করেন সেটা দেখতেই টিভি খুলে বসেছিলেন মানুষ। গত বছরের তুলনায় এবার ৩৩ শতাংশ দর্শক বেড়েছে বলে জানিয়েছে টিভি চ্যানেল সিবিএস। সিবিএসের দর্শক বাড়াতে পারলেও টুর্নামেন্ট জিততে পারেননি উডস।
সিবিএসের দর্শক বাড়াতে পারলেও উডস এবার কোর্সে দর্শক হিসেবে পাননি স্ত্রী এলিনকে। রাডার অনলাইন ডট কম ওয়েবসাইটের খবর অনুযায়ী, অসুস্থ মাকে দেখতে নাকি অ্যারিজোনায় চলে গেছেন তিনি। এর আগে উডসের খেলা প্রত্যেকটি মেজর টুর্নামেন্টেই দর্শক হিসেবে কোর্সে ছিলেন এলিন।
অগাস্টা মাস্টার্স শেষ করেই ব্যাগ-ট্যাগ নিয়ে বেরিয়ে পড়বেন—এই ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন প্রায় ৫ মাস পর আবার কোর্সে ফেরা উডস। উডস কোর্সে ফিরতেই মাস্টার্স টুর্নামেন্টের টিভি দর্শক বেড়ে গেছে। বিতর্ক-টিতর্ক শেষে উডস কী করেন সেটা দেখতেই টিভি খুলে বসেছিলেন মানুষ। গত বছরের তুলনায় এবার ৩৩ শতাংশ দর্শক বেড়েছে বলে জানিয়েছে টিভি চ্যানেল সিবিএস। সিবিএসের দর্শক বাড়াতে পারলেও টুর্নামেন্ট জিততে পারেননি উডস।
সিবিএসের দর্শক বাড়াতে পারলেও উডস এবার কোর্সে দর্শক হিসেবে পাননি স্ত্রী এলিনকে। রাডার অনলাইন ডট কম ওয়েবসাইটের খবর অনুযায়ী, অসুস্থ মাকে দেখতে নাকি অ্যারিজোনায় চলে গেছেন তিনি। এর আগে উডসের খেলা প্রত্যেকটি মেজর টুর্নামেন্টেই দর্শক হিসেবে কোর্সে ছিলেন এলিন।
No comments