ফার্স্ট লেডি মারিয়া কাচজিনস্কির মরদেহ পোল্যান্ডে পৌঁছেছে
পোল্যান্ডের ফার্স্ট লেডি মারিয়া কাচজিনস্কির মরদেহ গতকাল মঙ্গলবার রাশিয়া থেকে ওয়ারশ এসে পৌঁছেছে। তাঁর মরদেহ ওয়ারশ বিমানবন্দরে পৌঁছালে বৃষ্টির ভেতর গার্ড অব অনার দেওয়া হয়। সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রেসিডেন্ট লেস কাচজিনস্কির পাশে তাঁর স্ত্রীর মরদেহ প্রেসিডেন্ট প্রাসাদে। আগামী রোববার তাঁদের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
প্রেসিডেন্ট লেস কাচজিনস্কি ও তাঁর স্ত্রীর মৃত্যুতে এক শোকবই খোলা হয়েছে। কাচজিনস্কির মরদেহ গত রোববার দেশে এসে পৌঁছেছে।
গত শনিবার রাশিয়ায় এক বিমান দুর্ঘটনায় পোল্যান্ডের প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীসহ ৯৬ জন নিহত হন।
প্রেসিডেন্ট লেস কাচজিনস্কি ও তাঁর স্ত্রীর মৃত্যুতে এক শোকবই খোলা হয়েছে। কাচজিনস্কির মরদেহ গত রোববার দেশে এসে পৌঁছেছে।
গত শনিবার রাশিয়ায় এক বিমান দুর্ঘটনায় পোল্যান্ডের প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীসহ ৯৬ জন নিহত হন।
No comments