মাঠের বাইরে রাউল
বার্সেলোনার বিপক্ষে শুধু ম্যাচটিই হারেনি রিয়াল মাদ্রিদ, ওই ম্যাচে ‘হারিয়েছে’ রাউল গঞ্জালেসকেও। ডান হাঁটুতে চোট পাওয়া স্ট্রাইকারকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। অবশ্য নিয়মিত প্রথম একাদশেই জায়গা হয় না রিয়ালের সবচেয়ে সফল খেলোয়াড়টির।
No comments