চামড়াজাত পণ্য রপ্তানিতে ৭.৫% নগদ সহায়তা প্রদান করা হবে
চামড়াজাত পণ্য (ফিনিশড লেদার) রপ্তানির ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হবে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
এতে বলা হয়েছে, সম্পূর্ণ স্থানীয়ভাবে সংগৃহীত কাঁচা চামড়া থেকে নিজস্ব কারখানায় প্রক্রিয়াজাত করার মাধ্যমে উত্পাদিত পণ্যকে ‘ফিনিশড লেদার’ বলে গণ্য করা হবে।
এসব পণ্য রপ্তানির পর বৈদেশিক মুদ্রার যথাযথ প্রত্যাবাসনের পর প্রকৃত ‘এফওবি’ মূল্যের ওপর এই ভর্তুকি বা নগদ সহায়তা দেওয়া হবে।
২০০৯ সালের ১ জুলাই থেকে জাহাজীকৃত চামড়াজাত পণ্য এ নগদ সহায়তা সুবিধা পাবে বলে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
পণ্য উত্পাদন বা প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে শুল্ক প্রত্যর্পণ সুবিধা গ্রহণ করা হলে এই নগদ সহায়তা প্রযোজ্য হবে না।
এতে বলা হয়েছে, সম্পূর্ণ স্থানীয়ভাবে সংগৃহীত কাঁচা চামড়া থেকে নিজস্ব কারখানায় প্রক্রিয়াজাত করার মাধ্যমে উত্পাদিত পণ্যকে ‘ফিনিশড লেদার’ বলে গণ্য করা হবে।
এসব পণ্য রপ্তানির পর বৈদেশিক মুদ্রার যথাযথ প্রত্যাবাসনের পর প্রকৃত ‘এফওবি’ মূল্যের ওপর এই ভর্তুকি বা নগদ সহায়তা দেওয়া হবে।
২০০৯ সালের ১ জুলাই থেকে জাহাজীকৃত চামড়াজাত পণ্য এ নগদ সহায়তা সুবিধা পাবে বলে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
পণ্য উত্পাদন বা প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে শুল্ক প্রত্যর্পণ সুবিধা গ্রহণ করা হলে এই নগদ সহায়তা প্রযোজ্য হবে না।
No comments