মায়ামিতে জমি কিনছেন নেইমার, মেসির সঙ্গে খেলার জোর গুঞ্জন
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমটির তথ্যমতে, ফ্লোরিডার এই জমিতে ১৩,০০০ বর্গফুটের একটি ভবন নির্মানের প্রস্তুতি নিচ্ছেন নেইমার। এর জন্য লন্ডনভিত্তিক একটি কোম্পানির সঙ্গেও চুক্তিও হয়েছে। তবে নেইমারের হয়ে যিনি জায়গাটি কিনেছেন তিনি মূল খদ্দেরের নাম জানাতে অস্বীকৃতি জানান। এর কারণও আছে। ওই জমি নিয়ে মামলা চলছে একটি দাতব্য সংস্থার সঙ্গে। নেইমারের হয়ে যিনি এই জমিটি কিনেছেন তার নাম বেন্টো কুইরোজ।
গত বছর আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি ফোর্ট লডারডেলে ১০.৭৫ মিলিয়ন ডলারে একটি বিল্ডিং কেনার পরই মায়ামিতে যোগ দেন। নেইমারের এই জমি কেনা মায়ামিতে যোগ দেয়ার ইঙ্গিত বলে ধারণা করছে ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম গোল ডট কম।
২০২৩ সালে সৌদি ক্লাব আল হিলালে পাড়ি দেন নেইমার। ২০২৫ সালের জুনে তার সঙ্গে চুক্তি শেষ হবে ক্লাবটির। সৌদি এই ক্লাবের জন্য এরমধ্যেই ব্যয়বহুল হয়ে উঠছেন নেইমার। এক বছরেরও বেশি সময় ধরে চুক্তিবদ্ধ থাকা এই ব্রাজিলিয়ান মাত্র ছয়টি ম্যাচ খেলতে পেরেছেন। গত অক্টোবরে ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পরে তাকে ৫৩ ম্যাচের জন্য সাইডলাইনে অপেক্ষা করতে হয়। গত মাসে আল আইনের বিপক্ষে আল হিলালের হয়ে মাঠে নামেন। ওই ম্যাচে ৫-৪ গোলে জেতে আল হিলাল। ৭৬.৩ মিলিয়ন ডলারের বিনিময়ে প্যারিস সেইন্ট জার্মেইন থেকে আল-হিলালে যোগ দেন নেইমার। এরপর মেসিও ছাড়েন প্যারিসের ওই ক্লাব। মেসি ইন্টার মায়ামির হয়ে ৩৭ ম্যাচে ৩৩ গোল করলেও মধ্যপ্রাচ্যে নেইমারের সময়টা ছিল বিষাদে ভরা।
আবারো ফিরছে ত্রিশূল!
নেইমার যদি ইন্টার মায়ামিতে যোগ দেন, বার্সেলোনার সাবেক সতীর্থ লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের সাথে একটি দারুণ ত্রিশূল তৈরী হবে। নেইমার অবশ্য ইন্টার মায়ামির ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। ডেভিড বেকহ্যাম মায়ামিতে এরমধ্যেই ‘লিটল বার্সেলোনা’ তৈরি করছেন। নেইমার আসলে এই ছোট বার্সা’র পরিকল্পনা পূর্ণতা পাবে। এরমধ্যেই মেসির সঙ্গে খেলছেন বার্সার সতীর্থ উরুগুইয়ান লুইস সুয়ারেজ, স্প্যানিশ সার্জিও বুস্কেটস এবং জর্ডি আলবা। ফ্লোরিডার স্থানীয় দৈনিক মায়ামি হেরাল্ড জানাচ্ছে, মায়ামিতে ঘন ঘন সফর করেছেন নেইমার। সেখানে তিনি বাস্কেটবল, টেনিস এবং বেসবলের মতো ক্রীড়া ইভেন্ট দেখার জন্যই বেশি এসেছেন। চলতি বছরের মার্চে ডেভিড বেকহ্যাম নেইমারের সাথে একটি ছবি পোস্ট করে কৌতুককর একটি ক্যাপশন দেন, ‘মায়ামিতে স্বাগতম বন্ধু (শুধু ডিনারের জন্য)।’ এরপর থেকেই গুঞ্জন বাড়ে নেইমারের মায়ামি যাওয়ার। এবার ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন এই গুঞ্জনকে আরো জোরালো করলো।
জেরার্ডো মার্টিনো কী বলছেন?
নেইমারের মায়ামিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন ইন্টার মায়ামি কোচ জেরার্ডো মার্টিনোও। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখন কারও মায়ামিতে বাড়ি কেনার মানেই কি এখানে খেলতে আসা? বাস্তবতা হচ্ছে মেজর লীগ সকারের নিয়ম বেশ কড়া এবং এগুলো ভাঙা যায় না। যদি না তারা নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। নেইমারকে দলে টানা প্রায় অসম্ভব।’ কার হিসেবে লীগ কর্তৃপক্ষের বেতন বিষয়ক সীমারেখাকে ইঙ্গিত করে মার্টিনো বলেন, ‘লীগ যদি তার বেতনসীমার বিষয়ে আরও নমনীয় না হয়, তবে এটি কীভাবে সম্ভব হবে তা বুঝতে পারছি না।’
No comments