হার্ডওয়্যার খাতে সক্রিয় হচ্ছে গুগল
কয়েক
বছর ধরে অনুসন্ধান ও সফটওয়্যারের পাশাপাশি হার্ডওয়্যার খাতে ব্যবসায়
জোরদারে কাজ করছে গুগল। সম্প্রতি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল
ওয়ার্ল্ড কংগ্রেসে গুগলের হার্ডওয়্যার বিভাগের পধান রিক অস্টেরলোহ বলেন,
আমরা ভোক্তা ইলেকট্রনিকস পণ্যে সফল হতে গুরুত্ব দিচ্ছি। বৈশ্বিক মোবাইল
সফটওয়্যার খাতে একচ্ছত্র আধিপত্য থাকলেও হার্ডওয়্যার খাতে পিছিয়ে রয়েছে
গুগল। বাধ্য হয়ে প্রতিষ্ঠানটি এখন হার্ডওয়্যার খাতে ব্যবসায় জোরদারে
গুরুত্ব দিচ্ছে। দীর্ঘ দিন ধরে হার্ডওয়্যার নির্মাতাদের অ্যান্ড্রয়েড
মোবাইল অপারেটিং সিস্টেমের মতো সফটওয়্যার ব্যবহারের লাইসেন্স দিয়ে এসেছে
গুগল। প্রতিষ্ঠানটি বর্তমানে স্মার্টফোনের পাশাপাশি স্পিকার, নোটবুক
কম্পিউটারসহ বিভিন্ন হার্ডওয়্যার পণ্য তৈরি করছে। বৈশ্বিক স্মার্টফোন
বাজারে গুগলের দখল সামান্যই। তবে স্মার্টফোনে বহুল ব্যবহৃত অপারেটিং
সিস্টেম অ্যান্ড্রয়েডের ডেভেলপার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
প্রতিষ্ঠানটি। আগে গুগল বিভিন্ন হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের কাছে
সফটওয়্যার সরবরাহ করে। তবে প্রতিষ্ঠানটি এসব হার্ডওয়্যার নির্মাতাদের সাথে
জোট বাঁধার চেয়ে নিজস্ব স্মার্টফোন ও অন্যান্য ডিভাইস ব্যবসায় সম্প্রসারণের
পরিকল্পনা নিয়েছে। আর এজন্যই ২০১৬ সালের এপ্রিলে মটোরোলার সাবেক প্রধান
পরিচালন কর্মকর্তা রিক অস্টেরলোহকে হার্ডওয়্যার বিভাগের প্রধান হিসেবে
নিয়োগ দেয় গুগল। এরপর তার নেতৃত্বেই এসেছে গুগল ব্র্যান্ডের প্রথম পিক্সেল
স্মার্টফোন। ডিভাইস বাজারে এ স্মার্টফোন ভালো সাড়া ফেলেছে। এরই
ধারাবাহিকতায় পরে পিক্সেল ২ ও ২ এক্সএল উন্মোচন করে প্রতিষ্ঠানটি। রিক
অস্টেরলোহ বলেন, স্মার্টফোন ব্যবসায় গুগলের ব্যাপক আগ্রহ রয়েছে। এ কারণে গত
বছর ১১০ কোটি ডলার ব্যয়ে তাইওয়ানভিত্তিক এইচটিসির স্মার্টফোন ব্যবসায়ের
আংশিক অধিগ্রহণ করা হয়েছে। এইচটিসি অধিগ্রহণের মাধ্যমে পাওয়া প্রকৌশলীরা
ডিভাইস উন্নয়নের পাশাপাশি গুগলের রিসার্চ কিংবা অ্যান্ড্রয়েড বিভাগে কাজ
করতে পারেন। এমনকি তারা ন্যাভিগেশন, ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) ও আগমেন্টেড
রিয়েলিটির (এআর) মতো বিশেষায়িত বিভাগেও কাজ করতে পারেন। ডিভাইস ব্যবসায়ের
যেসব খাতে গুগল গুরুত্ব দিচ্ছে, কানেক্টেড হোম তার একটি। রিক অস্টেরলোহের
হার্ডওয়্যার বিভাগের সাথে স্মার্ট হোম স্পেশালিস্ট নেস্ট একীভূত হতে চলছে।
চার বছর আগে গুগল এ প্রতিষ্ঠানটি কিনেছিল। এর আগে অ্যালফাবেটের অধীন একটি
পৃথক কোম্পানি হিসেবে নেস্ট পরিচালিত হয়েছে। উত্তাপ, ধোঁয়া শনাক্তকরণ, হোম
সিকিউরিটি সিস্টেম ও অ্যালার্ম সিস্টেমের জন্য নেটওয়ার্ক ডিভাইস বিক্রি
করে নেস্ট। গ্রাহকের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করে রিক অস্টেরলোহ
বলেন, আমরা বিপুল গুগল হোম স্পিকার বিক্রি করেছি। এ কারণে মনে হয়েছে, আমরা
গ্রাহকের আস্থা অর্জন করতে পেরেছি।
No comments