পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং আর নেই
বিশ্ব
বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং আর নেই। তার পরিবারের একজন
মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। স্টিফেন হকিংয়ের বয়স হয়েছিল
৭৬ বছর। ব্রিটিশ এই বিজ্ঞানী কৃষ্ণ গহ্বর এবং আপেক্ষিকতা তত্ত্ব নিয়ে
কাজের জন্য বিশ্বজুড়ে পরিচিত। হকিংয়ের তিন সন্তান লুসি, রবার্ট এবং টিম
বলেছেন, "আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের প্রিয় বাবা আজ মারা গেছেন।
তিনি একজন বড় বিজ্ঞানীই ছিলেন না তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ, যার কাজ
বহু বছর বেঁচে থাকবে।" ১৯৮৮ সালে 'এ ব্রিফ হিস্ট্রি অব টাইম' বইটি বের
হওয়ার পর বিখ্যাত হন স্টিফেন হকিং। বইটি এক কোটি কপিরও বেশি বিক্রি হয়।
প্রিন্স অব অস্ট্রিয়ান্স পুরস্কার, জুলিয়াস এডগার লিলিয়েনফেল্ড পুরস্কার,
উলফ পুরস্কার, কোপলি পদক, এডিংটন পদক, হিউ পদক, আলবার্ট আইনস্টাইন পদকসহ এক
ডজনেরও বেশি ডিগ্রি লাভ করেন হকিং। ১৯৬৩ সালে তিনি মোটর নিউরন ডিজিজ নামে
এক রোগে আক্রান্ত হন। তখন ডাক্তাররা বলেছিলেন যে, তিনি হয়ত আর দুই বছর
বাঁচবেন। ওই রোগের ফলে স্টিফেন হকিং এখন হুইলচেয়ারে চলাফেরা করেন এবং
কম্পিউটারের সাহায্যে কথা বলেন। হকিংয়ের জীবন নিয়ে ২০১৪ সালে 'দি থিওরি অব
এভরিথিং' নামে একটি চলচ্চিত্র তৈরি হয়।
No comments