নজরুল চর্চার জন্য স্যাটেলাইট চ্যানেল চাই by নূপুর
জাতীয়
কবি কাজী নজরুল ইসলাম আমাদের গৌরব, আমাদের অহঙ্কার। তার রচিত কবিতা, গান,
গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ, চিঠিপত্র, অভিভাষণ বিশ্বসাহিত্যের অমূল্য
সম্পদ। কিন্তু দুঃখের বিষয়, কবির রচনাসমগ্র আজও বহুলপঠিত হয়ে ওঠেনি। তার
অমর সৃষ্টি পাঁচ হাজার গান আজও বহুলশ্র“ত হয়ে ওঠেনি।
তার বৈচিত্র্যময়
জীবন-কাহিনীর অনেকটাই সাধারণের অজানা। জাতীয় কবি সর্বাধিক পঠিত না হয়ে
অপঠিত থাকবেন, তা জাতির জন্য গ্লানিকর। জাতীয় কবির জীবন ও সাহিত্যকর্ম
জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে ‘নজরুল টিভি’ নামে একটি
‘স্যাটেলাইট চ্যানেল’ চালু করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। এর
মাধ্যমে দৈনন্দিনতার আলোকে দেশ-বিদেশে নজরুল চর্চা হলে নজরুলের মানবতাবাদী
দর্শন বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে এবং এতে বাংলাদেশের ভাবমূর্তি
উজ্জ্বল হবে।
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
No comments