পাকিস্তানে সেনা অভিযানে আইএসের ৮ কমান্ডার নিহত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তাং এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে আইএসের কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার নিহত হয়েছেন। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে স্থানীয় পত্রিকা ডন এ খবর জানিয়েছে। মাস্তাং এলাকার পাহাড়ের কাছে শুক্রবার এ অভিযান শুরু হয় এবং শনিবার রাত পর্যন্ত তা চলে। গত ২৪ মে বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে চীনা ভাষা শিক্ষার দুই ইন্সট্রাক্টরকে অপহরণের পর এ অভিযান চালানো হয়। বলা হচ্ছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ওই এলাকা থেকে একটি গাড়ি উদ্ধার করেছে যা চীনা দুই নাগরিককে অপহরণের কাজে ব্যবহার করা হয়েছিল। অভিযানের আগে ওই এলাকায় পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে আসা আইএসের কমপক্ষে ১০ জন কমান্ডার বৈঠকে বসেছিল। এর মধ্যে কমপক্ষে আট থেকে নয়জন নিহত হয়েছেন এবং বাকি এক বা দু'জনকে আটক করা হয়েছে। অভিযানে তিন কর্মকর্তাসহ সাত সেনা আহত হয়েছেন; এর মধ্যে দু'জনের অবস্থা গুরুতর বলে জানো গেছে। পাক সেনা কর্মকর্তারা দাবি করছেন, এ অভিযানে আইএসের শীর্ষ কমান্ডাররা নিহত হওয়ায় দেশটিতে এ গোষ্ঠীর তৎপরতা বিপর্যয়ের মুখে পড়বে। ডন বলছে, অত্যন্ত গোপনীয়তার সাথে শনিবারের এ অভিযান চালানো হয়েছে যাতে এ ব্যাপার কোনো তথ্য প্রকাশ না হয়ে পড়ে। অভিযান সম্পর্কে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর কোনো মন্তব্য করেনি।
No comments