ইউনেস্কোর সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা সম্মেলনে সভাপতি বাংলাদেশ
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর সাংস্কৃতিক বৈচিত্র্য সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। রোববার ইউনেস্কোর সদর দফতর প্যারিস থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় বিষয়টি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এবারই প্রথম ইউনেস্কোর কোনো সম্মেলনে বাংলাদেশ সভাপতি হয়েছে। ‘ষষ্ঠ আপকামিং সেশন অব দ্য কনফারেন্স অব পার্টিস টু দ্য কনভেনশন অন দ্য প্রটেকশন অ্যান্ড প্রমোশন অব দ্য ডাইভারসিটি অব কালচারাল এক্সপ্রেশন্স’ শীর্ষক সম্মেলনটি ১২ থেকে ১৫ জুন প্যারিসে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করার জন্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে আমন্ত্রণ জানানো হয়েছে। মূল কনফারেন্সটি ১২ থেকে শুরু হলেও এ বিষয়ে প্রস্তুতিমূলক সভা ও আনুষঙ্গিক কার্যক্রম শুরু হবে ৮ জুন। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪৪টি দেশের প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে সম্মেলনের সভাপতি পদের জন্য নির্বাচিত করেছেন।
No comments