মনুনদীর বাধ ভেঙ্গে রাজনগরে পাঁচ গ্রাম প্লাবিত
গত কয়েক দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মনু নদীর প্রতিরক্ষা বাধের চারটি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। বানের পানি লোকালয়ে প্রবেশ করে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে দশ হাজিার মানুষ পানি বন্ধী হয়ে পড়েছে। গতকাল উপজেলার কোনাগাঁও গ্রামের মোহাম্মদ আলীর বাড়ির কাছে দুইটি স্থানে বিকেল ৪ টার দিকে ভাঙ্গন দেখাদেয়। কোনাগাঁও গ্রামের রুহেল মিয়া, রব মিয়া জানান বিকেলে মোহাম্মদ আলীর বাড়ির পশ্চিম পাশে নদীর বাধে দু’টি স্থানে ভাঙ্গন দেখা দিলে কোনাগাঁও গ্রামের ভুমিহীন এলাকায় বানের পানি প্রবেশ করে শতাদিক বাড়ির রাস্তাঘাট ক্ষেতের মাঠ পানিতে তলিয়ে গেছে। এ দিকে রাত দশটার দিকে উজিরপুর গ্রামের জমির আলী জানান উজির পুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মনু নদীর প্রতিরক্ষা বাধ ভেঙ্গে লোকালয়ে পানি পানি প্রবেশ করলে এলাকার কান্দির কুল, হরিপাশা, উজিরপুর, একামধু এ চারটি গ্রামের রাস্তাঘাট ও বাড়ি ঘর বানের পানিতে তলিয়েছে। ১০ হাজার মানুষ পানিবন্ধী হয়ে পড়েছে। কোনাগাঁও গ্রামের ফয়জুল ইসলাম জানান রাতে কোনাগাঁও আহাদ মিয়ার বাড়ির কাছে আরেকটি ভাঙ্গন দেখা দিয়েছে। এ ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করে কোনাগাঁও গ্রাম প্লাবিত হয়েছে। টেংরা ইউনিয়নের সদস্য শাহেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান হঠাৎ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে আরো ঝুকিপুর্ন কয়েকটি স্থান রয়েছে। যেকোন সময় বাধ ভেঙ্গে পানি প্রবেশ করতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করলে তিনি জানান হঠাৎ নদীর পানি বৃদ্ধি পেয়ে কিছু এলাকা প্লাবিত হয়েছে। লোক জন আপাতত বাধে আশ্রয় নিয়েছে। আশপাশের বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র খোলে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
No comments