রাঙ্গামাটিতে সড়ক অবরোধ সোমবার
রাঙ্গামাটির লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে সোমবার রাঙ্গামাটি জেলায় আধাবেলা সড়ক অবরোধের ডাক দেয়া হয়েছে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙ্গামাটি জেলা ইউনিট এ অবরোধের ডাক দেয়। লংগদু ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও মোটর বাইক চালক নুরুল ইসলাম নয়ন হত্যা ঘিরে শুক্রবার লংগদু উপজেলা সদরের চার পাহাড়ি গ্রামের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। সংগঠনের জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ঘটনার প্রতিবাদে সোমবার ভোর পাঁচটা হতে দুপুর ১টা পর্যন্ত জেলায় সড়ক ও নৌপথে আধাবেলা অবরোধ কর্মসূচি দিয়েছে ইউপিডিএফ। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোগী বহনকারী অ্যম্বুলেন্স, জরুরি বিদ্যুত-পানি-গ্যাস সরবরাহকারী সংস্থা ও সংবাদপত্রের গাড়ি, সাইকেল অবরোধের আওতামুক্ত থাকবে।
এসব ব্যতীত দূরপাল্লার সব যানবাহন ও নৌ পরিবহন (লঞ্চ-ট্রলার) ঘোষিত কর্মসূচির মধ্যে চলাচল বন্ধ রাখতে মালিক ও চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সজল চাকমা জানান, অপরাধী শনাক্ত না করে আওয়ামী যুবলীগের এক কর্মীর রহস্যজনক লাশ উদ্ধারকে কেন্দ্র করে লংগদুতে যে তাণ্ডব চালানো হয়েছে তা পরিকল্পিত। তিনজন গ্রেফতার : রাঙ্গামাটির লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় শনিবার রাতে আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলেন- লংগদু উপজেলা সদরের মো. হালিম (৩৭), আবদুর রহিম (৩৪) ও আবদুর রহমান (২৯)। লংগদু থানার ওসি মোমিনুল হক জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গ্রেফতার করা সাতজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে হয়েছে। উল্লেখ্য, স্থানীয় যুবলীগ কর্মী মো. নুরুল ইসলাম নয়ন হত্যাকে কেন্দ্র করে শুক্রবার লংগদু সদরে পাহাড়িদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন রাতে পুলিশ বাদী হয়ে লংগদু থানায় একটি মামলা করে। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন শতাধিক আসামি করা হয়েছে।
No comments