১২ ইঞ্চি ছুরি নিয়ে এলোপাতাড়ি কোপ
‘এটা আল্লাহর জন্য’ বলেই এলোপাতাড়ি ছুরিকাঘাত করা শুরু করে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে হামলাকারীরা। কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ জানায়, তিনজন হামলাকারী একটি ভ্যানগাড়ি থেকে নেমে লন্ডন ব্রিজসংলগ্ন বোরো মার্কেট এলাকায় অবস্থান করা লোকজনের ওপরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা শুরু করে। এ সময় তারা চিৎকার করে বলছিল, ‘এটা আল্লাহর জন্য।’ ব্রিজে পথচারীদের চাপা দেয়ার পর হামলাকারীরা নিকটবর্তী বোরো মার্কেটে যায়। সেখানে গিয়ে মানুষকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তারা। পরে পুলিশের গুলিতে নিহত হয় তিন হামলাকারী। গুলি করে হত্যা করার আগপর্যন্ত মোটামুটি আট মিনিট ধরে চলে হামলা।
বোরো মার্কেট এলাকায় বেশ কয়েকটি রেস্তোরাঁ ও বার রয়েছে। রোববার সাপ্তাহিক ছুটির আগের রাত হওয়ায় অনেকেই ওই স্থানে অবস্থান করছিলেন। এদিকে হামলাকারীদের থামানোর চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন এক ট্যাক্সিচালক। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ট্যাক্সিচালক টেলিগ্রাফকে জানান, তিনজন সন্দেহভাজন হামলাকারী ১২ ইঞ্চি লম্বা ছুরি নিয়ে এলোপাতাড়িভাবে স্থানীয় লোকজনের ওপর হামলা চালাতে থাকে। তিনি বলেন, ‘আমি তাদের একজনকে আঘাত করতেই যাচ্ছিলাম; কিন্তু সে পাশে সরে গিয়ে নিজেকে সামলে নিল।’
No comments