গোদাগাড়ীতে ‘জঙ্গি’ ধরতে বাড়ি ঘিরে পুলিশের অবস্থান
রাজশাহী গোদাগাড়ীর মাটি এলাকার বেনীপুরে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দিনগত রাত পৌনে ২টা থেকে সাজ্জাদ ওরফে মিষ্টুর বাড়ির চারপাশে পুলিশ অবস্থান নেয়। উত্তরাঞ্চলে জঙ্গিবিরোধী অভিযানের সমন্বয়কারী বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশও সেখানে অবস্থান নিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রাজশাহী জেলা পুলিশের একজন কর্মকর্তা যুগান্তরকে জানান, রাতে বগুড়া, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সমন্বয়ে জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়। বৃহস্পতিবার সকালেও বাড়িটির চারপাশ ঘিরে অবস্থান করছে পুলিশ।
অভিযানের অগ্রগতি, কতজন জঙ্গি অবস্থান করছে ইত্যাদি বিষয় গণমাধ্যমকে দিনের আরও পরে জানানো হবে জানান ওই পুলিশ কর্মকর্তা। এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ীর রেলগেট বাইপাস থেকে উত্তরে ৭ কিলোমিটার দূরে বেনীপুরে বাড়িটির মালিক সাজ্জাদ হোসেন ওরফে মিষ্টু। আগে তার বাড়ি ছিল একই ইউনিয়নের হাবাসপুরে। তিনি সম্প্রতি বেনীপুরে গিয়ে বাড়িটি করে সেখানে বসবাস করছেন। কৃষক মিষ্টুর বাবার নাম মৃত আব্দুর মাতিন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
No comments