সাত খুন মামলা: আপিল শুনানি মুলতবি
নারায়ণগঞ্জের ৭ খুন মামলার আপিল শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করেছেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বৃহস্পতিবারের কার্যতালিকায় হাইকোর্টের ৫ নম্বর আদালতে ২৬ পলাতক আসামির জন্য রাষ্ট্রীয় আইনজীবী (স্টেট-ডিফেন্স) নিয়োগ ও আসামিদের আপিল বিষয়ে আদেশের জন্য রাখা ছিল এই ডেথ রেফারেন্সটি। এদিকে জামালউদ্দিন নামে এক পলাতক আসামি আত্মসমর্পণ করলে আদালত মামলাটি মুলতবি করে আদেশের জন্য সোমবার দিন নির্ধারণ করে দেন। এর আগে ৭ মে সাত খুন হত্যা মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের পেপারবুক (মামলার সারসংক্ষেপ) সরকারি ছাপাখানা থেকে হাইকোর্টে এসে পৌঁছায়। প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। এরপর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। গত ১৬ জানুয়ারি এ মামলায় ২৬ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। মামলার ৩৫ আসামির মধ্যে ২৩ জন কারাগারে রয়েছেন।
No comments