মানুষের হাড়গোড় খাচ্ছে হরিণ!
সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি বনে একটা হরিণকে মানুষের হাড়গোড় খেতে দেখা গেছে। বিজ্ঞানীরা বলছেন, এটাই হরিণের মানুষের হাড়গোড় খাওয়ার প্রথম কোনো ঘটনা। খবর ইন্ডিপেন্ডেন্টের। টেক্সাস স্টেট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি সংরক্ষিত বনে প্রথমে ঘটনাটি আবিষ্কার করেন। ফরেনসিক অ্যানথ্রোপোলজি রিসার্চ ফ্যাসিলিটি নামের একটি গবেষণা প্রকল্পের আওতায় বনের মধ্যে লাশ কীভাবে পচে তা পর্যবেক্ষণ করছিলেন তারা। এ সময় পেতে রাখা স্বয়ংক্রিয় ক্যামেরায় দৃশ্যটি ধরা পড়ে।
ফরেনসিক বিজ্ঞানীরা খেয়াল করেন, তাদের ফেলে রাখা লাশের হাড় খাচ্ছে একটি হরিণ। লাশের সঙ্গে প্রাণীরা কিভাবে আচরণ করে এই গবেষণায় বিজ্ঞানীরা সেটাও পর্যবেক্ষণ করেন। তবে সাদা লেজবিশিষ্ট হরিণটির আচরণ ওই বিজ্ঞানীদের কাছে অপ্রত্যাশিতই ছিল। হরিণ সাধারণত তৃণভোজী। তবে এরা ছোট্ট স্তন্যপায়ী প্রাণী বা পাখি এবং কোনো কোনো সময় অন্যান্য প্রাণীর মাংস খায় বলে জানা যায়। জার্নাল অব ফরেনসিক সায়েন্টিস্টসে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা দাবি করেছেন, ‘ক্যামেরায় ধরা পড়া ছবি হরিণের মানুষের হাড়গোড় খাওয়ার প্রথম কোনো প্রমাণ।’
No comments