১০০ রানী, ৫০০ রাজপুত্র নিয়ে সংসার রাজার
১০০
স্ত্রী৷সঙ্গে ৫০০ সন্তান৷ তাই নিয়েই সুখের সংসার ক্যামেরুনের বাফুট
প্রদেশের রাজা আবুম্বির। না! তিনি এতগুলো বিয়ে করেননি৷সিংহাসনে বসার পরই
বেড়ে গিয়েছে তার সংসার৷ স্থানীয় রীতি মেনে ১০০ স্ত্রীর সঙ্গলাভ করেছেন
তিনি৷ ঘটনা হলো, ক্যামেরুনের এই প্রদেশে কোনো রাজার মৃত্যু হলে তার
স্ত্রীদের দায়িত্ব নিতে হয় পরবর্তী রাজাকেই৷সেই রীতি মানাতেই ক্যামেরুনের
বাফুট প্রদেশের ১১তম রাজা আবুম্বিরও স্ত্রীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায়
১০০৷যখন রাজ্যাভিষেক হয়েছিল তখন তার মাত্র দু’টি স্ত্রী ছিল৷রাজার
প্রত্যেক স্ত্রী শিক্ষিত৷ পাশাপাশি, তারা কথা বলতে পারেন বেশ কয়েকটি
ভাষাতেও৷
১৯৬৮ সালে বাবার মৃত্যুর পর রাজ্যাভিষেক হয় আবুম্বির৷ উল্লেখ্য, ক্যামেরুনে বহুবিবাহকে এখনো বেআইনি ঘোষণা করা হয়নি৷ স্থানীয় রীতি, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাই তার উদ্দেশ্য বলে জানিয়েছেন বর্তমান রাজা আবুম্বি৷ তবে, শুধু আবুম্বিদের এই কীর্তিই অভিনব নয়, বাফুটের রাজপ্রাসাদও পর্যটকদের অন্যতম আকর্ষণ৷
১৯৬৮ সালে বাবার মৃত্যুর পর রাজ্যাভিষেক হয় আবুম্বির৷ উল্লেখ্য, ক্যামেরুনে বহুবিবাহকে এখনো বেআইনি ঘোষণা করা হয়নি৷ স্থানীয় রীতি, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাই তার উদ্দেশ্য বলে জানিয়েছেন বর্তমান রাজা আবুম্বি৷ তবে, শুধু আবুম্বিদের এই কীর্তিই অভিনব নয়, বাফুটের রাজপ্রাসাদও পর্যটকদের অন্যতম আকর্ষণ৷
No comments