মা যখন ৫ সন্তানের ঘাতক
লোমহর্ষক,
পৈশাচিক ও হৃদয়বিদারক এক ঘটনা ঘটে গেলো ফিনল্যান্ডের উত্তরাঞ্চলে। যে মা
হন মমতাময়ী, সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়, যার কোমল স্পর্শে আর ভালবাসায়
সন্তানরা বেড়ে ওঠে, সেই মাই হয়ে উঠলেন ঘাতক। এক মা তার ৫ নবজাতককে অযতেœ আর
অবহেলায় ফেলে রেখে তাদের হত্যা করেছেন। ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের ওউলু
এলাকার একটি আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেছে। এ খবর দিয়েছে বার্তা
সংস্থা আইএএনএস। স্থানীয় তিনি একটি রেস্টুরেন্টে কাজ করতেন। তার পরিচয়
প্রকাশ করা হয়নি। আদালতে ওই নারীর বিরুদ্ধে গঠন করা অভিযোগে বলা হয়েছিল,
২০০৫ থেকে ২০১৩ সালের মধ্যে নিজ বাড়িতেই সন্তানগুলো ভূমিষ্ঠ হয়। কিন্তু,
সন্তান জন্মদানের পরই তিনি তার সন্তানগুলোকে অযত্নে ফেলে রাখেন। সন্তানগুলো
মারা যায় এবং মা তাদের মৃতদেহগুলো রেফ্রেজারেটর ও ভবনের বেজমেন্টে ফেলে
রাখেন। ২০১৪ সালের জুন মাসে মৃতদেহগুলোকে উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সব
অভিযোগ প্রমাণিত হয়। প্রতিবেশী এবং ওই ভবনের পাশ দিয়ে যাওয়া পথচারীরা উৎকট
দুর্গন্ধের বিষয়ে অভিযোগ করছিলেন। আদালতে ওই নারী এক শুনানিতে বলেন, তিনি
ভেবেছিলেন তিনি মৃত সন্তানের জন্ম দিয়েছেন। আদালতের শুনানিতে বিশেষজ্ঞরা
জানান, একটি নবজাতক জন্মের ৩ দিন পর্যন্ত বিনা যত্নে বেঁচে থাকতে পারে।
ফিনল্যান্ডে বাড়িতে সন্তান জন্মদানও বেশ বিরল ঘটনা। দেশটি নবজাতকদের
ক্ষেত্রে পিতৃ ও মাতৃ যতেœর জন্য তাদের অর্জন নিয়ে গর্ববোধ করে থাকে।
ফিনল্যান্ডে মায়ের জীবন সঙ্কটাপন্ন হলে, গর্ভপাত ঘটানোরও বৈধতা রয়েছে। তা
সত্ত্বেও এমন পৈশাচিক ঘটনা ঘটান ওই মা।
No comments