ফ্রান্সে অন্ধদের জন্য চলচ্চিত্র উৎসব
সিনেমা হলের আলো-আঁধারির রোমাঞ্চর অনুষ্ঠান কেবল চক্ষুষ্মানরা উপভোগ করতে পারেন। কিন্তু চোখের আলো থেকে বঞ্চিত হতভাগ্য অন্ধদের জন্য তা অকল্পনীয়। তবে এবার সেই আনন্দ দৃষ্টিহীনদের জন্যও এনে দিয়েছে ফ্রান্সের চলচ্চিত্র উৎসব। প্যারিসে আয়োজন করা হয়েছে ‘অন্ধদের জন্য চলচ্চিত্র উৎসব’।
পুরোপুরি অন্ধ কিংবা আধা-দৃষ্টিহীন দর্শকরা এতে যোগ দিয়েছেন। বুধবার শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। শুক্রবার এএফপি এক প্রতিবেদনে জানায়, থিয়েটারে বসানো হয়েছে বড় পর্দা। প্রতিটি দর্শকের কানে লাগানো রয়েছে অডিও ভিজ্যুয়াল হেডফোন। এই হেডফোনে বিশেষ নেটওয়ার্কের মাধ্যমে অ্যাকশনগুলোর ‘সিনক্রোনাইজ ডেসক্রিপশন’ শুনতে পাবেন তারা। সাড়ে নয় বছরের একজন অন্ধ কিশোর ফাবিও বলেন, ‘আমি দৃশ্য কল্পনা করি এবং অনুভব করি যেন আমি ছবি দেখছি।’
No comments