জুনের মধ্যে চূড়ান্ত ইরান চুক্তি
আগামী জুনের শেষ নাগাদ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউস থেকে শুক্রবার দেয়া বিবৃতিতে বলা হয়েছে,
প্রেসিডেন্ট ওবামা পরমাণু চুক্তি করার ব্যাপারে ‘আত্মবিশ্বাসী’। ওবামা বলেছেন, সব কংগ্রেস নেতাদের অবিশ্বাস দূর করতে এর মধ্যে তিনি কাজ শুরু করে দিয়েছেন এবং তিনি সফল হবেন। শনিবার বিবিসি এ খবর দিয়েছে। তবে বিরোধী রিপাবলিকানদের বিশ্বাস, চুক্তিটি অন্যদিকে যেতে পারে।
No comments