মুম্বাইয়ে ১১৭ তলা ভবন
ভারতের মুম্বাইয়ে তৈরি হচ্ছে ১১৭ তলা একটি ভবন। ‘ওয়ার্ল্ড ওয়ান টাওয়ার’ নামের এই ভবনটির নির্মাণ শেষ হবে আগামী বছর। তখন এটিই হবে বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক আকাশচুম্বী ভবন। এর মধ্যে লন্ডনে এর অ্যাপার্টমেন্ট বিক্রি শুরু হয়েছে। প্রতিটি অ্যাপার্টমেন্টের সর্বনিু দাম হাঁকা হচ্ছে ১৭০ কোটি টাকা (১৪ লাখ ব্রিটিশ পাউন্ড)। ৪৪২ মিটার উঁচু ভবনটি নির্মাণে ব্যয় হচ্ছে ২ হাজার ৪৫৬ কোটি টাকা।
এতে থাকবে ৩০০টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট যার অনেকগুলো থেকেই আরব সাগর দেখা যাবে। ভবনটিতে রয়েছে সুইমিং পুল, জিম, হেলথ ক্লাব। এর বেশিরভাগ ইউনিটেই থাকবে ক্রিকেট পিস ও প্যাভিলিয়ন। প্রতিটি অ্যাপার্টমেন্টে থাকবে অভ্যর্থনা কক্ষ, কিচেন ও ব্রেকফাস্ট রুম, বিলাসবহুল বেডরুম স্যুট এবং নান্দনিক বাথরুম। ধারণা করা হচ্ছে, ব্রিটেনে বসবাসরত ধনাঢ্য অনাবাসী ভারতীয়দের অনেকেই ওয়ার্ল্ড ওয়ান টাওয়ারের গর্বিত মালিক হবেন। এনডিটিভি, পিটিআই, টেলিগ্রাফ।
No comments