জাতীয় সংলাপের আহ্বান নাগরিক ঐক্যের
চলমান
সঙ্কট সমাধানে জাতীয় সংলাপ আহ্বানের দাবি জানিয়েছে নাগরিক ঐক্য। সংগঠনের
আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না গতকাল এক বিবৃতিতে এ দাবি জানিয়ে বলেন, জাতি
আজ এক চরম অনিশ্চয়তা ও গভীর রাজনৈতিক সঙ্কটে পতিত হয়েছে। ৫ই জানুয়ারি
প্রহসনের নির্বাচনকে ঘিরে এই পরিস্থিতির সৃষ্টি। সরকার পক্ষ যে কোনভাবে ঐ
প্রহসনকে বৈধ বলে প্রতিষ্ঠিত করতে গিয়ে এর যে কোন প্রকার বিরোধিতার কণ্ঠরোধ
করার চেষ্টা করে। বিরোধী দল বিএনপিকে জনসভা করতে না দেয়া, দলের চেয়ারপারসন
বেগম জিয়াকে যুক্তিহীনভাবে তার কার্যালয়ে অবরোধ করে রাখায় পরিস্থিতির আরও
অবনতি হয়।
তিনি বলেন, ১২ দিন ধরে চলা এই অবরোধে রাজধানী ঢাকা কার্যত সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর দেয়া তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে দেড় হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে ব্যবসার। জনজীবন শুধু বিপর্যস্তই হয়নি, তা মৃত্যুর ঝুঁকিতে পড়েছে। সহিংসতায় এ পর্যন্ত মারা গেছে ২৫ জনেরও বেশি। দেশ বিধ্বংসী এই পরিস্থিতি থেকে মুক্তি না পেলে আমরা বাঁচবো না। অবিলম্বে সভা-সমাবেশসহ গণতান্ত্রিক মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, জনগণের জান-মাল রক্ষা করতে হবে, সহিংসতা বন্ধ করতে হবে এবং সমস্যাটি যেহেতু রাজনৈতিক এর সমাধানের জন্য রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জাতীয় সংলাপ আহ্বান করতে হবে। এসব দাবির পক্ষে আগামীকাল সমমনা দলগুলো যুগপৎভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে বলেও বিবৃতিতে জানানো হয়।
তিনি বলেন, ১২ দিন ধরে চলা এই অবরোধে রাজধানী ঢাকা কার্যত সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর দেয়া তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে দেড় হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে ব্যবসার। জনজীবন শুধু বিপর্যস্তই হয়নি, তা মৃত্যুর ঝুঁকিতে পড়েছে। সহিংসতায় এ পর্যন্ত মারা গেছে ২৫ জনেরও বেশি। দেশ বিধ্বংসী এই পরিস্থিতি থেকে মুক্তি না পেলে আমরা বাঁচবো না। অবিলম্বে সভা-সমাবেশসহ গণতান্ত্রিক মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, জনগণের জান-মাল রক্ষা করতে হবে, সহিংসতা বন্ধ করতে হবে এবং সমস্যাটি যেহেতু রাজনৈতিক এর সমাধানের জন্য রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জাতীয় সংলাপ আহ্বান করতে হবে। এসব দাবির পক্ষে আগামীকাল সমমনা দলগুলো যুগপৎভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে বলেও বিবৃতিতে জানানো হয়।
No comments