দেশ ছাড়লেন রাজাপাকসের দুই ভাই
নির্বাচনে হেরে যাওয়ার পর শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট মাহেন্দ্র রাজাপাকসের দুই ভাই গোপনে দেশ ছেড়ে পালিয়েছেন। শ্রীলংকার সংবাদ সংস্থা আদাদেরেনার প্রতিবেদনে বলা হয়, রাজাপাকসের ছোট ভাই সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে গত সপ্তাহে শনিবার সকালে কাতুনায়েকের বন্দরনায়েকে থেকে আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছেন। পত্রিকাটির প্রতিনিধি জানান, তিনি বাসিলকে তার স্ত্রী পুষ্প রাজাপাকসেকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ব্যবহার করেছেন।
এদিকে রাজাপাকসের আরেক ছোটভাই সাবেক প্রতিরক্ষা সচিব গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপে পালিয়ে গেছেন। নির্বাচনের ফল ঘোষণার পর পরই তিনি দেশ ছাড়েন। তবে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী এ খবরের সত্যতা অস্বীকার করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে শ্রীলংকার কেউ পালিয়ে মালদ্বীপে আসেননি। সাবেক প্রেসিডেন্ট মাহেন্দ্র রাজাপাকসে নির্বাচনে পরাজিত হয়ে খুব শোকাহত। তবে তার সমর্থকদের উদ্দেশে তিনি বলেছেন, তিনি দেশেই থাকবেন এবং রাজনীতি চালিয়ে যাবেন। শ্রীলংকার আগের সরকারে রাজাপাকসে পরিবারের ব্যাপক আধিপত্য ছিল। বলা হয়, রাজাপাকসে পরিবার দেশটির অর্থনীতির ৭০ শতাংশ নিয়ন্ত্রণ
করে। সিলন টুডে
করে। সিলন টুডে
No comments