ছড়া- পাবেন, আ. রশীদ ভাই by ধ্রুব এষ
আমি আমার বাবাকে একটা চিঠি লিখেছিলাম
অনেক ছোট থাকতে একটা চিঠি লিখেছিলাম
বাবা একদিন টাউনে গেছেন কাজে
আমি তখন ক্লাস ওয়ানে পড়ি
সন্ধ্যা হলো, এমা! আটটা বাজে,
ঘুমের জুজু বলছে, তোকে ধরি?
কিন্তু আমার ঘুমিয়ে গেলে হবে
বাবা ফিরলে বাবাকে দেখব না?
আমি তো একটা ছোট মানুষ তবে,
ঘুম ধরলে ঘুমিয়ে পড়ব না?
ঘুমচোখে তাই সেলেটে পেনসিলে
লিখে রাখলাম ‘আ. রশীদ ভাই
ঘুম ধরেছে, তুমি কোথায় “ছিলেন”
টাউন থেকে “অখন”ও ফিরো নাই?’
বাবা আমার চিঠি পড়েছিলেন
টাউন থেকে ফিরেই সেলেট দেখে
ছেলেকে তাঁর জড়িয়ে ধরেছিলেন
মনে পড়ছে এখন স্মৃতি থেকে
আমি আমার বাবাকে একটা চিঠি লিখেছিলাম
অনেক ছোট থাকতে একটা চিঠি লিখেছিলাম
অনেক ছোট থাকতে একটা চিঠি লিখেছিলাম
বাবা একদিন টাউনে গেছেন কাজে
আমি তখন ক্লাস ওয়ানে পড়ি
সন্ধ্যা হলো, এমা! আটটা বাজে,
ঘুমের জুজু বলছে, তোকে ধরি?
কিন্তু আমার ঘুমিয়ে গেলে হবে
বাবা ফিরলে বাবাকে দেখব না?
আমি তো একটা ছোট মানুষ তবে,
ঘুম ধরলে ঘুমিয়ে পড়ব না?
ঘুমচোখে তাই সেলেটে পেনসিলে
লিখে রাখলাম ‘আ. রশীদ ভাই
ঘুম ধরেছে, তুমি কোথায় “ছিলেন”
টাউন থেকে “অখন”ও ফিরো নাই?’
বাবা আমার চিঠি পড়েছিলেন
টাউন থেকে ফিরেই সেলেট দেখে
ছেলেকে তাঁর জড়িয়ে ধরেছিলেন
মনে পড়ছে এখন স্মৃতি থেকে
আমি আমার বাবাকে একটা চিঠি লিখেছিলাম
অনেক ছোট থাকতে একটা চিঠি লিখেছিলাম
No comments