বিজেপির নির্বাচনে ভয় কেন
ভারতের দিল্লি রাজ্যে জোড়াতালি দিয়ে সরকার গঠনের চেষ্টা হতেই বিজেপিকে কটাক্ষ করলেন আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, ‘বিজেপি ভোটে লড়তে ভয় পাচ্ছে কেন? ক্ষমতা থাকলে নির্বাচনে লড়াই করে জিতুক। কেন্দ্রে যখন ওদের নিজেদের সরকার আছে তখন এত ভয় কী?’ বুধবার এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। বিজেপিকে কটাক্ষ করার পাশাপাশি দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জংয়ের বিরুদ্ধে কামান দেগেছেন কেজরিওয়াল। তিনি বলেছেন, ‘লেফটেন্যান্ট গভর্নর বিজেপির হয়ে ব্যাট করছেন। তিনি প্রেসিডেন্টকে যে চিঠি লিখেছেন, তা পুনর্বিবেচনা করা উচিত। প্রেসিডেন্ট যেন লেফটেন্যান্ট গভর্নরকে বলেন, কোনোমতেই সরকার গড়ার জন্য যেন বিজেপিকে আমন্ত্রণ জানানো না হয়।’ কেজরিওয়ালের এ মন্তব্যের সমালোচনা করেছে বিজেপি। তারা বলছে, গণতন্ত্রকে সম্মান জানানো উচিত কেজরিওয়ালের।
নাজিব জং একজন সাংবিধানিক প্রতিনিধি, তাকে অপমান করা উচিত নয়। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র কেজরিওয়ালের সমালোচনা করে বলেন, ‘উনি তো একজন স্বৈরাচারী শাসক। মুখ্যমন্ত্রী হয়েও উনি ধরনায় বসেছিলেন।’ উল্লেখ্য, গত মাসে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে চিঠি দেন। তাতে তিনি লেখেন, দিল্লির বৃহত্তম রাজনৈতিক দলকেই সরকার গঠনের জন্য ডাকা হোক। আর এতেই আপত্তি কেজরিওয়ালের। তার বক্তব্য, যারা এখনও বিধায়ক কেনার চেষ্টা করছে তাদের সরকার গঠনের জন্য ডাকা উচিত নয়। এদিকে, কেজরিওয়াল ‘স্টিং অপারেশন’-এর সিডি রাষ্ট্রপতির কাছে তুলে দেয়ার কথা জানিয়েছেন। বিজেপি কীভাবে টাকার বিনিময়ে বিধায়ক কিনতে চাইছে তার গোপন ফুটেজ রয়েছে এএপি নেতার হাতে। বুধবার কেজরিওয়াল নিজেই দেখা করেন নাজিব জংয়ের সঙ্গে। তার হাতে তুলে দেন স্টিং অপারেশনের সিডির কপি।
No comments