স্মরণ : মিরসরাই ট্র্যাজেডি by রওনক নূরুল্লাহ

ধ্রুব। পুরো নাম ধ্রুব নাথ। মা-বাবার স্বপি্নল আশার উজ্জ্বল প্রতীক। মাত্র অষ্টম শ্রেণীতে পড়ূয়া এক দুরন্ত কিশোর। সবুজ শ্যামল বাংলার নির্মল প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা সদা চঞ্চল বালক। সে পঞ্চম শ্রেণীতে (ঢ়ংপ) বৃত্তি পেয়েছে।
অষ্টম শ্রেণীর ফার্স্ট বয়। প্রিয় শিক্ষকদের আশা, অষ্টম শ্রেণীতেও সে তাদের জন্য গৌরব বয়ে আনবে। তা ছাড়া পড়ার ফাঁকে সে যে খেলার মাঠেও স্বমহিমায় উপস্থিত। এভাবে ইতিমধ্যে সে মা-বাবার ভরসারস্থল, শিক্ষকদের গৌরব আর বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও সহপাঠীদের প্রিয়মুখ হয়ে উঠেছে। সেদিনও (১১ জুলাই, ২০১১) বিজয়ের সাক্ষী হতে গিয়েছিল। তার পাশের স্কুলের খেলোয়াড়দের উৎসাহ দিতে বন্ধু-বান্ধব নিয়ে হাজির। জয়ীও হলো তাদের দল। আনন্দ-উচ্ছ্বাসে সবাই সত্যিই ধ্রুব তারার ন্যায় ভাসতে লাগল। এবার মায়ের কোলে ফেরার পালা, কিন্তু কে জানে নিয়তি কাকে কখন কোথায় নিয়ে যায়। ধ্রুবকে যে স্বপ্নের আকাশে তারা হয়ে দ্যুতি ছড়ানোর আগেই নিভে যেতে হবে, জ্বলে ওঠার আগেই মেঘের তলে হারিয়ে যেতে হবে তা কে জানত? সামান্য সতর্কতার অভাবে, চালকের খেয়ালিপনায় এবং একটু অযত্নের কারণে সেদিন ধ্রুবর মতো ইমরান, গোফরান, সুজন, লিটন, সাকিব, মোবারক, সামছুদ্দীন, আনন্দ, সুবল, তফাজ্জল, সাজু, রিয়াজ, রাজীব, শুভ, রাফি, ইফতেখার, মামুন, শাহাদাত, মহিউদ্দীন, জাহিদ, সমিরসহ প্রায় অর্ধশতাধিক উদীয়মান নক্ষত্রকে কালো মেঘের ভেলায় হারিয়ে যেতে হয়েছে। এতগুলো ফুল যেন পাপড়ি মেলার আগেই ঝরে গেল। বিজয়ের আনন্দ মুহূর্তে পরিণত হলো বিষাদে। স্বপ্নগুলো ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল। দুরন্ত দেহগুলো নিমিষে নিথর নিস্তব্ধ হয়ে গেল। সন্তানহারা মা-বাবা, ভাইবোন আর স্বজন-সহপাঠীদের গগনবিদারী কান্না-আর্তনাদে বাতাস ভারি হয়ে উঠল। এ দায় কাদের? যে মাঠে গতকালও তারা দুরন্তপনায় মেতেছে, সেখানেই আজ তাদের কফিনের সারি। এ কোনো চক্ষু সইতে পারে? এটি আমাদেরই অসচেতনতা আর অবিবেচনাপ্রসূত কর্মের নিষ্ঠুর ফল। অভিভাবকতুল্য একজন শিক্ষক কীভাবে নিজের সন্তানদের দায়িত্বহীন বাহন-ট্রাকে ছেড়ে দিয়ে নিজে নিরাপদ বাহনে চেপে বসতে পারেন? যে চালক এতগুলো ভবিষ্যৎ নিয়ে বেপরোয়া গাড়ি চালানোর সাহস করে, তাকে ড্রাইভিং লাইসেন্স দেয় কোন কর্তৃপক্ষ? এখনও গণমাধ্যমের সুবাদে বিভিন্ন জায়গায় খোলা ট্রাক-পিকআপে ঝুঁকিপূর্ণ অবস্থায় যাত্রী বহন দৃষ্টিগোচর হয়। শোকার্ত দুঃখ, অবর্ণনীয় আশাহত হৃদয়গুলোর মিনতি যেন আর কোনো ফুলকে একটু সচেতনতার অভাবে, অবহেলার দরুন অকালে ঝরে যেতে না হয়। আর কোনো বাবাকে সন্তানের লাশ বইতে না হয়।

স রওনক নূরুল্লাহ : বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মিরসরাইয়ের অধিবাসী
r_nurullahbd@ymail.com

No comments

Powered by Blogger.