চীনে ভূমিধসে চাপা পড়েছে ৪০ জন
চীনের সিচুয়ান প্রদেশের ছংসিং শহরে
ভূমিধসে কমপক্ষে ৪০ জন মাটিচাপা পড়েছে। টানা কয়েক দিনের প্রবল বৃষ্টিতে
গতকাল বুধবার এ ভূমিধস হয়। গত মঙ্গলবার একই প্রদেশের চিয়াংইউতে একটি সেতু
ভেঙে পড়ায় কমপক্ষে ১২ জন নিখোঁজ রয়েছে।
ছংসিংয়ের ভূমিধসের
ব্যাপারে স্থানীয় প্রশাসন জানায়, ১১টি পরিবার চাপা পড়েছে। ২০০ জনের বেশি
মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকাজ চলছে।
এদিকে চিয়াংইউতে চিংলিয়ান সেতু বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে আড়াই হাজারের বেশি উদ্ধারকর্মী নিয়োগ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এক মিনি ভ্যানচালক জানান, ভেঙে পড়ার সময় সেতুর ওপর ১৫ থেকে ১৮টি গাড়ি ছিল।
চীনের দক্ষিণ-পশ্চিমের পার্বত্য এলাকাগুলো ভূমিধস ও ভূমিকম্পপ্রবণ। তার ওপর কয়েক দিনের প্রবল বৃষ্টিপাতে সেখানে বন্যা দেখা দিয়েছে। বড় নদীগুলোতে বিপৎসীমার ওপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। সিচুয়ান ও ইউনান প্রদেশে ৩০০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে।
২০০৮ সালে এই সিচুয়ান প্রদেশেই এক ভয়াবহ ভূমিকম্পে ৮০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
সূত্র : এএফপি।
এদিকে চিয়াংইউতে চিংলিয়ান সেতু বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে আড়াই হাজারের বেশি উদ্ধারকর্মী নিয়োগ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এক মিনি ভ্যানচালক জানান, ভেঙে পড়ার সময় সেতুর ওপর ১৫ থেকে ১৮টি গাড়ি ছিল।
চীনের দক্ষিণ-পশ্চিমের পার্বত্য এলাকাগুলো ভূমিধস ও ভূমিকম্পপ্রবণ। তার ওপর কয়েক দিনের প্রবল বৃষ্টিপাতে সেখানে বন্যা দেখা দিয়েছে। বড় নদীগুলোতে বিপৎসীমার ওপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। সিচুয়ান ও ইউনান প্রদেশে ৩০০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে।
২০০৮ সালে এই সিচুয়ান প্রদেশেই এক ভয়াবহ ভূমিকম্পে ৮০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
সূত্র : এএফপি।
No comments