রং বে র ং-৩২-এর চক্কর
সম্প্রতি বলিউডে বেশ ঝড় তুলেছে অক্ষয় কুমারের রাউডি রাঠোর। জানেন কি, ক্রিকেটের দুনিয়াতেও আছেন একজন ‘রাউডি!’ তবে রুপালি পর্দার অক্ষয়ের মতো কিন্তু নন, ক্রিকেটের রাউডি পুরো উল্টো। একদম মৃদুভাষী, নরম ও শান্ত স্বভাবের জন্য সতীর্থরা মজা করে জাস্টিন অনটংয়ের নাম দিয়েছিলেন রাউডি বা গুন্ডা!
স্বভাব-আচরণ যেমন, অনটংয়ের আন্তর্জাতিক ক্যারিয়ারটাও তেমন নিস্তরঙ্গ থেকে গেল। সেই ২০০১ সালে অনেক প্রতিশ্রুতি আর সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। কিন্তু সেই প্রতিশ্রুতির প্রতিফলন ফেলতে পারেননি অনটং। তাই প্রায় এক যুগ কেটে গেল দক্ষিণ আফ্রিকা দলে আসা-যাওয়া করতেই। ঘরোয়া ক্রিকেট ভালো করে বারবার দলে ফেরেন, জাতীয় দলে বাজে পারফর্ম করে আবার বাইরে চলে যান। ইদানীং অবশ্য দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলে কিছুটা থিতু হতে পেরেছেন বলে মনে হচ্ছে। এখন না হলে আর কবে, মেঘে মেঘে বেলা তো আর কম গড়াল না! একসময়ের তরুণ প্রতিভার বয়স এখন ৩২। এই ৩২ বছর বয়সে এসে দেখা যাচ্ছে, অনটংয়ের গোটা ক্যারিয়ারই আসলে পড়ে গেছে ৩২-এর চক্করে। দুটি টেস্ট খেলেছেন, সর্বোচ্চ রান ৩২। ওয়ানডে খেলেছেন ২৭টি, সর্বোচ্চ রান ৩২। টি-টোয়েন্টি ৭টি, সর্বোচ্চ ওই ৩২! ক্রিকেট বিধাতার আজব খেয়াল, ৩২ বছর বয়সী অলরাউন্ডারের তিন সংস্করণেই সর্বোচ্চ রান ৩২। ফিফটি-সেঞ্চুরি করতে কি তবে বেচারাকে খেলে যেতে হবে ৫০-১০০ বছর পর্যন্ত!
আরিফুল ইসলাম
আরিফুল ইসলাম
No comments