ধলেশ্বরী নদীতে লঞ্চ ডাকাতি আহত ১০
কিশোরগঞ্জ প্রতিনিধি: জেলার অষ্টগ্রাম থেকে কুলিয়ারচর যাওয়ার পথে বাজিতপুরের ধলেশ্বরী নদীতে ‘এমএল মুসাফির’ নামের যাত্রীবাহী লঞ্চে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গতকাল সকালে সশস্ত্র ডাকাতরা অন্তত ১০ যাত্রীকে আহত করে নগদ ৬ লাখ টাকাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। যাত্রীরা জানান, লঞ্চটি ভোর ৫টার দিকে অষ্টগ্রাম থেকে ছেড়ে সকাল ৭টায় বাজিতপুরের নোয়াপাড়া পোড়াকান্দা ও ফেদ্দারকান্দি এলাকায় আসার সঙ্গে সঙ্গে যাত্রীবেশী কয়েকজন ডাকাত লঞ্চের ডেকে থাকা চালককে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে ইঞ্জিনের ব্যাটারি পানিতে ছুড়ে ফেলে লঞ্চটি অচল করে দেয়। এ সময় আগে থেকে ওতপেতে থাকা আরও বেশ কয়েকজন ডাকাত ট্রলারযোগে এসে লঞ্চে উঠে সবাইকে মারধর করে লুটপাট চালায়। ১৫-১৬ জনের ডাকাতদল লঞ্চের মালিক পক্ষের কাছ থেকে নগদ দু’লাখ টাকাসহ লঞ্চ থেকে প্রায় ৬ লাখ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল সেট ও অন্যান্য মালামাল লুট করে ট্রলারযোগে পালিয়ে যায়। ডাকাতদের হামলায় মালিক পক্ষের রুকন মিয়া (৫২), স্টাফ রেনু ভূঁইয়া (২৫), ইসমাইল (২৬), শহীদ মিয়া (৩৫) ও বেশ কয়েকজন যাত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
No comments