জয়ে ফিরেই জাগল আশা!

ঠাসা সূচির চাপে ইংলিশ প্রিমিয়ার লিগ যেন পাগলা ঘোড়া। তাতে পাল্লা দিতে গিয়ে বড় দলগুলো ভাসছে আনন্দ-বেদনার মিশ্র স্রোতে। আজ জয় তো, এক দিন পরই হারের তিক্ততা। গত শনিবার জয়োৎসব করা আর্সেনালই যেমন হেরে বসেছে পরশু রাতে। ১০ জনের দল আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে ফুলহাম। স্টামফোর্ড ব্রিজের চিত্রটা ঠিক উল্টো। শনিবার অ্যাস্টন ভিলার কাছে ৩-১ গোলে বিধ্বস্ত চেলসি ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শেষ সময়ের গোলে


উলভারহ্যাম্পটনের মাঠ থেকে ফিরেছে ২-১ গোলের নাটকীয় জয় নিয়ে। বিপরীত চিত্র পয়েন্ট তালিকাতেও। আর্সেনাল আবার নেমে গেছে পাঁচে। চেলসি উঠেছে চারে। ২০ ম্যাচ শেষে চেলসির পয়েন্ট ৩৭, আর্সেনালের ৩৬।
কোচদের ভাবনায়ও এটির ছাপ। শনিবার অ্যাস্টন ভিলার কাছে হারের পরই আন্দ্রেস ভিলাস-বোয়াস মুখ ভারী করে জানিয়েছিলেন, তাঁদের শিরোপা-স্বপ্ন শেষ। সেই ভিলাস-বোয়াসই পরশুর জয়ের পর বললেন, আবার তাঁরা শিরোপার লড়াইয়ে!
চেলসির চেয়ে এক ম্যাচ কম খেলেই শীর্ষ দুই দল ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৮ বেশি। কাল রাতে লিভারপুলের সঙ্গে জিতে থাকলে সিটি এগিয়ে গেছে ১১ পয়েন্টে। আজ নিউক্যাসলকে হারাতে পারলে ম্যানইউও এগিয়ে যাবে ১১ পয়েন্টে।
ভিলাস-বোয়াস লড়াইয়ে ফেরার দাবি কীভাবে করেন? চেলসি কোচের শিরোপা-স্বপ্ন পুনরুজ্জীবিত একটা শর্তে, ‘যদি সামর্থ্য অনুযায়ী আমরা পাঁচ কিংবা ছয়টি ম্যাচে জয়ের ধারাটা ধরে রাখতে পারি, শিরোপার লড়াইয়ে থাকব।’
৫৪ মিনিটে চেলসিকে এগিয়ে দেন রামিরেজ। স্টিফেন ওয়ার্ডের ৮৪ মিনিটের গোলে সমতায় ফেরে উলভস। ৮৯ মিনিটে ল্যাম্পার্ডের মহামূল্যবান জয়সূচক গোল। অথচ প্রতিপক্ষের অ্যাডাম হামিলের দিকে তেড়ে যাওয়া ল্যাম্পার্ড লাল কার্ড দেখে মাঠ ছাড়তে পারতেন প্রথমার্ধেই। চার ম্যাচ পর চেলসিকে জেতানোর নায়ক তাই বলেছেন, ‘আমি ভাগ্যবান যে মাঠে থাকতে পেরেছি।’
আর্সেনালের হারটাও ছিল নাটকীয়। কোসায়েনলির ২১ মিনিটের গোলটা গানাররা ধরে রাখে ৮৫ মিনিট পর্যন্ত। কিন্তু খেলা শেষের ১২ মিনিট আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ইয়োহান জরু মাঠ ছাড়ার পর পাল্টে যায় দৃশ্যপট। ৮৫ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান আর্সেনালের সাবেক মিডফিল্ডার স্টিভ সিডওয়েল। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে গোল করে ববি জামোরা ফুলহামকে ভাসান জয়ের আনন্দে। আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার হারের দায় চাপিয়েছেন নিজ দলের খেলোয়াড় এবং রেফারি লি প্রোবার্টের কাঁধে, ‘আমরা অনেক সুযোগ নষ্ট করেছি এবং রেফারির কিছু বাজে সিদ্ধান্তও ছিল। দুইয়ে মিলেই ব্যবধান গড়ে দিয়েছে। রেফারি ম্যাচটিকে সম্পূর্ণ ভুল পথে প্রভাবিত করেছে।’
শনিবার চেলসিকে বিধ্বস্ত করা অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়ে সোয়ানসি মৌসুমে প্রথম পেয়েছে বাইরের মাঠে জয়। এএফপি।

No comments

Powered by Blogger.