সিডনিতে উজ্জ্বল শচীন-লক্ষ্মণ
স্পোর্টস ডেস্ক: সিডনির মাঠে ব্যাটিং কতটা উপভোগ করেন তা বোঝা যায় তাদের সামপ্রতিক পরিসংখ্যানে। ভারতের ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকারের এ মাঠে রানের গড়টা অবিশ্বাস্য। ২২১.৩৬ গড় রান। এসসিজি’র চার ম্যাচের ৭ ইনিংসে এ পর্যন্ত শচীনের সংগ্রহ ১৪৮*, ৪৫, ৪, ২৪১*, ৬০*, ১৫৪* এবং ১২। শচীনের সামনে কিছুটা ফিকে মনে হলেও মোটের ওপর ভিভিএস লক্ষ্মণের সিডনি রেকর্ডটাও নজরকাড়া। এখানে লক্ষ্মণের সংগৃহীত রানের গড় প্রায় ৯৭। সিডনির তিন ম্যাচের ৫ ইনিংসে লক্ষ্মণের রান ৭, ১৬৭, ১৭৮, ১০৯ ও ২০।
একনজরে ‘সিডনি গ্রাউন্ড’
শহর : সিডনি
দেশ: অস্ট্রেলিয়া
প্রতিষ্ঠা: ১৮৪৮ সালে
দর্শকধারণ ক্ষমতা: ৪৪০০২ জন
মাঠের মাপ: দৈর্ঘ ১৫৬ মি., প্রস্থ ১৫৪ মি.
দুই প্রান্তের নাম: প্যাডিংটন প্রান্ত ও র্যান্ডউইক প্রান্ত
ঘরোয়া স্বাগতিক: নিউ সাউথ ওয়েলস
কিউরেটর: টম পার্কার
প্রথম টেস্ট ম্যাচ: ১৭ই ফেব্রুয়ারি ১৮৮২
সর্বশেষ টেস্ট ম্যাচ: ৩রা জানুয়ারি ২০১১
এ পর্যন্ত টেস্ট ম্যাচ : ৯৯টি
স্বাগতিকদের জয়: ৫৪.৫৫ শতাংশ
সফরকারীদের জয়: ২৮.২৮ শতাংশ
ম্যাচ ড্র: ১৭.১৭ শতাংশ
ম্যাচ টাই: নেই
উইকেট প্রতি রানের গড়: ২৯.৯৪
ওভার প্রতি রান: ২.৮৩
একনজরে ‘সিডনি গ্রাউন্ড’
শহর : সিডনি
দেশ: অস্ট্রেলিয়া
প্রতিষ্ঠা: ১৮৪৮ সালে
দর্শকধারণ ক্ষমতা: ৪৪০০২ জন
মাঠের মাপ: দৈর্ঘ ১৫৬ মি., প্রস্থ ১৫৪ মি.
দুই প্রান্তের নাম: প্যাডিংটন প্রান্ত ও র্যান্ডউইক প্রান্ত
ঘরোয়া স্বাগতিক: নিউ সাউথ ওয়েলস
কিউরেটর: টম পার্কার
প্রথম টেস্ট ম্যাচ: ১৭ই ফেব্রুয়ারি ১৮৮২
সর্বশেষ টেস্ট ম্যাচ: ৩রা জানুয়ারি ২০১১
এ পর্যন্ত টেস্ট ম্যাচ : ৯৯টি
স্বাগতিকদের জয়: ৫৪.৫৫ শতাংশ
সফরকারীদের জয়: ২৮.২৮ শতাংশ
ম্যাচ ড্র: ১৭.১৭ শতাংশ
ম্যাচ টাই: নেই
উইকেট প্রতি রানের গড়: ২৯.৯৪
ওভার প্রতি রান: ২.৮৩
No comments