বড়পুকুরিয়া কয়লা খনিতে ৭২ ঘণ্টার অনশন ধর্মঘট শুরু
স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে: দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনিতে গতকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী শুরচ করেছে ৭২ ঘণ্টার অনশন ধর্মঘট কর্মসূচি। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীকে ৯ মাসের ব্যাংকের মুনাফাসহ ১৯০ কোটি টাকা প্রদান, প্রত্যেক ভূমিহীনকে ক্ষতিপূরণ প্রদান, ভূমি জরিপে হয়রানি বন্ধ, ক্ষতিগ্রস্ত এলাকাবাসীকে যোগ্যতা অনুযায়ী পেট্রোবাংলায় চাকরিতে নিয়োগ ও শষ্য ক্ষতিপূরণের এক কোটি ২৫ লাখ টাকা প্রদানসহ ১০ দফা দাবিতে আজ দুপুর থেকে এ অনশন ধর্মঘট কর্মসূচিতে নেমেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। কয়লা খনির প্রধান ফটকে জীবন ও সম্পদ রক্ষা কমিটির ব্যানারে চলছে এ কর্মসূচি। এতে প্রচুর সংখ্যক এলাকাবাসী অংশ নিয়েছেন। আগামীকাল পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছে কমিটির সভাপতি ইব্রাহিম খলিল।
No comments