সবাইকেই রাখতে চান মরিনহো
হোসে মরিনহো চান না জানুয়ারির দলবদলে রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় ক্লাব ছেড়ে যাক। চান না নতুন কোনো খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতেও। যাঁরা আছেন, রিয়াল মাদ্রিদ কোচ পথ চলতে চান তাঁদের নিয়েই। বড়দিন আর শীতের ছুটি কাটিয়ে আজ আবার মাঠে ফিরছে রিয়াল মাদ্রিদ। লিগ ম্যাচ অবশ্য ৭ জানুয়ারি। আজ নামছে কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগ ম্যাচে। প্রতিপক্ষ মালাগা। নিজেদের মাঠ বার্নাব্যুর এই ম্যাচ নিয়ে কথা বলতে এসেই মরিনহো
জানিয়েছেন তাঁর ইচ্ছার কথা, ‘কোনো নতুন চুক্তি আমি করব না। এবং পরিষ্কার করে বলছি, কারও ক্লাব ছেড়ে যাওয়াটাও আমি চাইব না। খেলোয়াড়েরা এটা জানে। জানে রিয়ালের পরিচালনা পর্ষদও। একই খেলোয়াড় নিয়েই মৌসুমের শুরু এবং শেষ চাই আমি।’
মরিনহো রিয়ালে আসার পর থেকেই গুঞ্জন চলছে, রিয়াল ছাড়তে পারেন কাকা। মাঝে কিছুদিনের জন্য ডুবে গেলেও গুঞ্জনটি আবার চাঙা হয়ে উঠেছে। কাকার সঙ্গে নাকি রিয়াল ছাড়তে পারেন স্পেনের ডিফেন্ডার রাউল আলবিওল এবং মিডফিল্ডার এস্তেবান গ্রানেরোও। যোগ হয়েছে গঞ্জালো হিগুয়েইনের নামও। রিয়ালের এক নম্বর স্ট্রাইকার হিসেবে মরিনহোর পছন্দ ফ্রান্সের করিম বেনজেমাকে। হিগুয়েইনকে খেলান বদলি হিসেবে। এই হিগুয়েইনের দিকেই নাকি দৃষ্টি ইংলিশ ক্লাব চেলসির।
রিয়াল কোচ কথা বলেছেন ম্যাচ এবং প্রতিপক্ষ মালাগা প্রসঙ্গেও। লিগের দল তো বটেই; ২০১০ সালে কাতারি রাজপরিবারের এক সদস্য মালাগাকে কিনে দলবদলের বাজারে খরচ করেছেন ১০ কোটি ইউরো। প্রতিপক্ষকে সমীহ করে মরিনহো বলছেন, ‘আমরা এমন একটি দল সম্পর্কে কথা বলছি, যারা দল গঠনে বিশাল বিনিয়োগ করেছে। নিশ্চিত করেই তারা ফিরে আসতে চাইবে এবং আমি মনে করি, তাদের লক্ষ্য কাপ।’
রিয়াল যদি শেষ ষোলোতে মালাগা-বাধা উতরাতে পারে আর বার্সেলোনা পেরোয় ওসাসুনা-বাধা, তাহলে এবার কোপা দেল রের কোয়ার্টার ফাইনালেই ‘এল ক্লাসিকো’। মানে মুখোমুখি রিয়াল-বার্সা। রয়টার্স।
মরিনহো রিয়ালে আসার পর থেকেই গুঞ্জন চলছে, রিয়াল ছাড়তে পারেন কাকা। মাঝে কিছুদিনের জন্য ডুবে গেলেও গুঞ্জনটি আবার চাঙা হয়ে উঠেছে। কাকার সঙ্গে নাকি রিয়াল ছাড়তে পারেন স্পেনের ডিফেন্ডার রাউল আলবিওল এবং মিডফিল্ডার এস্তেবান গ্রানেরোও। যোগ হয়েছে গঞ্জালো হিগুয়েইনের নামও। রিয়ালের এক নম্বর স্ট্রাইকার হিসেবে মরিনহোর পছন্দ ফ্রান্সের করিম বেনজেমাকে। হিগুয়েইনকে খেলান বদলি হিসেবে। এই হিগুয়েইনের দিকেই নাকি দৃষ্টি ইংলিশ ক্লাব চেলসির।
রিয়াল কোচ কথা বলেছেন ম্যাচ এবং প্রতিপক্ষ মালাগা প্রসঙ্গেও। লিগের দল তো বটেই; ২০১০ সালে কাতারি রাজপরিবারের এক সদস্য মালাগাকে কিনে দলবদলের বাজারে খরচ করেছেন ১০ কোটি ইউরো। প্রতিপক্ষকে সমীহ করে মরিনহো বলছেন, ‘আমরা এমন একটি দল সম্পর্কে কথা বলছি, যারা দল গঠনে বিশাল বিনিয়োগ করেছে। নিশ্চিত করেই তারা ফিরে আসতে চাইবে এবং আমি মনে করি, তাদের লক্ষ্য কাপ।’
রিয়াল যদি শেষ ষোলোতে মালাগা-বাধা উতরাতে পারে আর বার্সেলোনা পেরোয় ওসাসুনা-বাধা, তাহলে এবার কোপা দেল রের কোয়ার্টার ফাইনালেই ‘এল ক্লাসিকো’। মানে মুখোমুখি রিয়াল-বার্সা। রয়টার্স।
No comments