ছয়টি দেশে বার্ড ফ্লু নির্মূলে ১০ বছর লাগবে
বিশ্বের ছয়টি দেশ থেকে প্রাণঘাতী বার্ড ফ্লু ভাইরাস এইচ৫এন১ নির্মূল করতে কমপক্ষে ১০ বছর সময় লাগবে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায়। ২০০৩ সাল থেকে এ পর্যন্ত সারা বিশ্বে ৩২০ জন মানুষ এ রোগে প্রাণ হারায়।
খাদ্য ও কৃষি সংস্থা এক প্রতিবেদনে জানায়, ২০০৬ সালে বার্ড ফ্লু মারাত্মক আকার ধারণ করে এবং বিশ্বের ৬০টি দেশে ছড়িয়ে পড়ে। অধিকাংশ দেশ থেকে ইতিমধ্যেই বার্ড ফ্লু দূর করা সম্ভব হয়েছে। তবে, বাংলাদেশ, চীন, মিসর, ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে এ রোগ বিস্তার লাভ করেছে।
প্রতিবেদনে বলা হয়, দেশগুলোতে এ রোগ বিস্তারের একটি বড় কারণ হলো, রোগটি সম্পর্কে আতঙ্ক থাকলেও তা নিয়ন্ত্রণ বা নির্মূল করার জন্য সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই।
খাদ্য ও কৃষি সংস্থা এক প্রতিবেদনে জানায়, ২০০৬ সালে বার্ড ফ্লু মারাত্মক আকার ধারণ করে এবং বিশ্বের ৬০টি দেশে ছড়িয়ে পড়ে। অধিকাংশ দেশ থেকে ইতিমধ্যেই বার্ড ফ্লু দূর করা সম্ভব হয়েছে। তবে, বাংলাদেশ, চীন, মিসর, ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে এ রোগ বিস্তার লাভ করেছে।
প্রতিবেদনে বলা হয়, দেশগুলোতে এ রোগ বিস্তারের একটি বড় কারণ হলো, রোগটি সম্পর্কে আতঙ্ক থাকলেও তা নিয়ন্ত্রণ বা নির্মূল করার জন্য সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই।
No comments