সিদ্দিকুরের দুর্দান্ত শুরু
এই টুর্নামেন্ট জিতলেই আবার উঠবেন র্যাঙ্কিংয়ের শীর্ষে। বিশ্ব র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা লি ওয়েস্টউডের চোখ সেদিকেই। অংশ নিচ্ছেন আরও ১৪২ প্রতিযোগী। সবাইকে টপকে ইন্দোনেশিয়ান মাস্টার্স গলফের প্রথম দিনের সেরা বাংলাদেশের সিদ্দিকুর রহমান! রয়্যাল জাকার্তা গলফ ক্লাবে কাল পারের চেয়ে ৬ শট কম খেলেছেন বাংলাদেশের গলফার। ৭২ কোর্স পারের টুর্নামেন্টের প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে ৫ শট কম খেলে যৌথভাবে দুইয়ে ছয়জন। ওয়েস্টউড খেলেছেন পারের চেয়ে চারটি কম, যৌথভাবে আটে আছেন আরও সাতজনের সঙ্গে। টুর্নামেন্টের প্রাইজমানি সাড়ে সাত লাখ ডলার।
গত মাসে ভারতের সেইল ওপেনে মাত্র এক স্ট্রোকের জন্য শিরোপা জিততে পারেননি সিদ্দিকুর, হয়েছিলেন রানারআপ। গত সপ্তাহের মালয়েশিয়ান ওপেনে হয়েছিলেন অষ্টম। ড্রয়ের পর ওয়েস্টউডের নাম দেখে খানিকটা নার্ভাস হয়ে গিয়েছিলেন র্যাঙ্কিংয়ে ১৩৫ নম্বরে থাকা সিদ্দিকুর। তবে পারফরম্যান্সে সেই ছাপ ছিল না মোটেও। দিনশেষেও এশিয়ান ট্যুরে খেলা এবং শিরোপা জেতা প্রথম বাংলাদেশির কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের ছোঁয়া, ‘গতকাল (পরশু) ড্রয়ের পর ওয়েস্টউডের নাম দেখে খুব রোমাঞ্চিত হয়েছিলাম, বিশ্বের সেরা গলফারদের একজনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব! সত্যি বলতে, সকালে লড়াই শুরুর পর নিজেকে কিছুটা নড়বড়েও লাগছিল। তবে শেষ পর্যন্ত সবকিছু খুব ভালোভাবে হয়েছে। আসলে কয়েক সপ্তাহ ধরেই খুব ভালো হচ্ছে। প্রতি সপ্তাহেই আমি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছি, এ জন্যই পারফরম্যান্সও ভালো হচ্ছে।
গত মাসে ভারতের সেইল ওপেনে মাত্র এক স্ট্রোকের জন্য শিরোপা জিততে পারেননি সিদ্দিকুর, হয়েছিলেন রানারআপ। গত সপ্তাহের মালয়েশিয়ান ওপেনে হয়েছিলেন অষ্টম। ড্রয়ের পর ওয়েস্টউডের নাম দেখে খানিকটা নার্ভাস হয়ে গিয়েছিলেন র্যাঙ্কিংয়ে ১৩৫ নম্বরে থাকা সিদ্দিকুর। তবে পারফরম্যান্সে সেই ছাপ ছিল না মোটেও। দিনশেষেও এশিয়ান ট্যুরে খেলা এবং শিরোপা জেতা প্রথম বাংলাদেশির কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের ছোঁয়া, ‘গতকাল (পরশু) ড্রয়ের পর ওয়েস্টউডের নাম দেখে খুব রোমাঞ্চিত হয়েছিলাম, বিশ্বের সেরা গলফারদের একজনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব! সত্যি বলতে, সকালে লড়াই শুরুর পর নিজেকে কিছুটা নড়বড়েও লাগছিল। তবে শেষ পর্যন্ত সবকিছু খুব ভালোভাবে হয়েছে। আসলে কয়েক সপ্তাহ ধরেই খুব ভালো হচ্ছে। প্রতি সপ্তাহেই আমি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছি, এ জন্যই পারফরম্যান্সও ভালো হচ্ছে।
No comments